With the exception of public holidays (excluding Saturdays), our office and customer service are open every day from 10 a.m. to 8 p.m. Services and guidance are only offered during the designated hours. Please make an appointment to visit the office for any consultations.
Find the Perfect Country for Your Study Journey.
…………………………………………………………………………………………………………….
……………………………………………………………………………………………………………..
‘মনে রাখবেন, এটা একটি সাধারণ গাইড। আপনার নির্বাচিত প্রতিষ্ঠান এবং পাঠ্যক্রমের যে কোনো তথ্য যে কোনো সময় প্রকৃত কর্তৃপক্ষ দ্বারা পরিবর্তন/পরিবর্ধন হতে পারে। তাই সবসময় সঠিক এবং নতুন তথ্যের জন্য প্রকৃত কর্তৃপক্ষের ওয়েবসাইট এবং বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি যোগাযোগের কোনো বিকল্প নাই।’
………………………………………………………………………………………………………………..
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
দক্ষিণ আফ্রিকান কনস্যুলেট জেনারেল, মুম্বাই, ভারত: http://www.dirco.gov.za/mumbai/
ঠিকানা: ৯ম ফ্লোর, ঊর্মি এস্টেট, ৯৫ গণপত্রও কদম মার্গ, লোয়ার পারেল (ও), মুম্বাই ৪০০ ০১৩, ইন্ডিয়া.
টেলিফোন: ২৪৯৫-০৪৯৪ / ২৪৯৮-০০৯৭; ২৪৯৬ – ৫৯৯৬ / ২৪৯৫ – ৫১৭৬
অভিবাসন এবং নাগরিক পরিষেবা অনুসন্ধান: mumbai.dha@dirco.gov.za
ভিএফএস মুম্বাই:
ঠিকানা: ভিসা আবেদন কেন্দ্র, ভিএফএস গ্লোবাল সার্ভিসেস প্রাইভেট। লিমিটেড উর্মি এক্সিস বিল্ডিং, ৩য় তলা, বিখ্যাত স্টুডিওর পিছনে, বিপরীতে। ই মোসেস রোড, মহালক্ষ্মী (পশ্চিম), মুম্বাই মহারাষ্ট্র ৪০০ ০১১।
ভিএফএস নয়াদিল্লি:
ঠিকানা: ভিসা আবেদন কেন্দ্র, ভিএফএস গ্লোবাল সার্ভিসেস প্রাইভেট। লিমিটেড শিবাজি স্টেডিয়াম মেট্রো স্টেশন, মেজানাইন লেভেল, বাবা খড়ক সিং মার্গ, কনট প্লেস নিউ দিল্লি – ১১০০০১ ভারত
……………………………………………………………………………………………………………..
প্রশ্ন-১: আপনি কেন দক্ষিন আফ্রিকা_তে যাবেন তা আপনাকে সঠিক ভাবে জানতে হবে। বন্ধু-বান্ধব, প্রতিবেশী, আত্মীয়রা সবাই যাচ্ছে তাই আপনিও যাচ্ছেন তা কোনো সময়েই যুক্তিযুক্ত নয়।
প্রশ্ন-২: দক্ষিন আফ্রিকা_তে বাংলাদেশিরা অনেকেই অনেক অভিবাসন প্রক্রিয়াতে রয়েছেন। তারা অনেকেই যেমন সফল তেমনি ব্যর্থ হয়ে আবার নিজ অথবা ভিন্ন দেশে কাউকে না কাউকে যেতে হয়েছে।
প্রশ্ন-৩: আপনাকে প্রথমেই ভাবতে হবে আপনি দক্ষিন আফ্রিকা_তে শুধু পড়তে যাবেন নাকি পড়া শেষ করার পর সেখানে চাকুরী করবেন এবং স্থায়ীভাবে বসবাস করবেন ?
প্রশ্ন-৪: আপনি কি পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকুরী করে আপনার টিউশন ফী এবং থাকা-খাওয়া এর খরচ মিটাবেন নাকি শুধুমাত্র বাসা থেকে সম্পূর্ণ খরচ নিয়ে শুধু পড়াশোনাতেই নিজেকে নিয়োজিত রাখবেন ?
প্রশ্ন-৫: আপনি কি দক্ষিন আফ্রিকা_তে সম্পূর্ণ অথবা আংশিক স্কলারশিপ এ পড়তে চান ?
প্রশ্ন-৬: পড়াশোনা শেষ করে দক্ষিন আফ্রিকা_তে প্রাসঙ্গিক বিষয়ে স্থায়ী চাকুরী পাবার ক্ষেত্রে কত দিন সময় পাবেন ?
প্রশ্ন-৭: পড়াশোনা শেষ করে স্থায়ী চাকুরী না পেলে দক্ষিন আফ্রিকা_তে স্থায়ীভাবে থাকার জন্য আপনার পরিকল্পনা কি হবে ?
প্রশ্ন-৮: পড়াশোনার পাশাপাশি অথবা শেষে (স্থায়ী হওয়ার আগে বা পরে) আপনার স্ত্রী ও সন্তান কিভাবে আপনার পাশে দক্ষিন আফ্রিকা_তে আপনাকে সঙ্গ দিবে এবং তাদের খণ্ডকালীন/স্থায়ী চাকুরী ও বাচ্চার পড়াশোনার খরচ কেমন হতে পারে ?
প্রশ্ন-৯: প্রতিবছর ও আগামী ৫ বছরে দক্ষিন আফ্রিকা_তে কোন কোন ফিল্ড এ কতগুলা পদ স্থায়ী চাকুরীর ক্ষেত্রে উপযুক্ত বলে আপনি মনে করেন এবং কেন ?
প্রশ্ন-১০: বর্তমানে যারা দক্ষিন আফ্রিকা_তে কয়েক বছর যাবৎ ছাত্র/চাকুরীরত অবস্থায় আছেন তারা কেমন আছেন এবং আপনাকে তাদের অবস্থান সম্পর্কে কি প্রকৃত ধারণা পাচ্ছেন ?
যে কোনো তথ্য যদি না জানা থাকে তাহলে হোয়াটস্যাপ+৮৮ ০১৯–৬৭–৬৩–৬৭–৬৭ নম্বরে আপনার যে কোনো ধরণের প্রশ্ন আমাদের কে লিখে অথবা ভয়েস দিয়ে জানান। আমাদের প্রতিনিধি অবশ্যই তার নির্দিষ্ট সময়ে সিরিয়েল অনুযায়ী সম্পূর্ণ ফ্রি পরামর্শ প্রদান করবে।
………………………………………………………………………………………………………………..
প্রথম ধাপ :
আপনাকে প্রথমেই লেভেল, সেশন ও প্রোগ্রাম শনাক্ত করতে হবে।
লেভেল:
দক্ষিন আফ্রিকা_তে সাধারণত ব্যাচেলর, মাস্টার্, পিএইচডি করা যায়।
সেশন:
দক্ষিন আফ্রিকা_তে সাধারণত ২টা সেশন থাকে :
প্রোগ্রাম:
ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় যোগ্যতা:
দ্বিতীয় ধাপ:
আনুমানিক টিউশন ফিস:
কিছু বিশ্ববিদ্যালয়ে ফান্ডিং সুবিধা রয়েছে।
তৃতীয় ধাপ:
চতুর্থ ধাপ :
ভিসা আবেদন এবং চেকলিস্ট অনুযায়ী ডকুমেন্টস জমা দেয়ার জন্য ইন্ডিয়া তে অবস্থিত ভিএফএস এর এপয়েন্টমেন্ট নিতে হবে এবং নির্দিষ্ট সময়ে গিয়ে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে।
চেকলিস্ট:
ভিসা ফী:
২২০৭ INR দিল্লি ভিএফএস-এ অতিরিক্ত লজিস্টিক ফি প্রয়োজন যা ২০৪০ টাকা।
পঞ্চম ধাপ:
ধৈর্য ধরতে হবে এবং রেফারেন্স ছাড়া কোনো প্রকার তথ্যের উপর বিশ্বাস করা যাবে না।
ভিসা প্রসেসিং সময়:
আনুমানিক ৬০ দিনের মধ্যে ভিসা সিদ্ধান্ত চলে আসে।
ষষ্ঠ ধাপ:
বিশ্ববিদ্যালয়, কলেজ, ইনস্টিটিউটের তালিকা:
University List:
Institute List:
Design and develop by clooudgen.com © 2025 selfsolution.com all rights reserved.