/* imge Right Click Off */

আমাদের অফিস ও কাস্টমার সার্ভিস সরকারি ছুটির দিন (শনিবার ছাড়া) ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। নির্দিষ্ট সময় ব্যাতিত কোনো প্রকার পরামর্শ ও সার্ভিস প্রদান করা হয় না। যেকোনো পরামর্শের জন্য অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিস ভিজিট করুন।

‘বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া তে উচ্চশিক্ষা’ 

আপনি কি বিশ্বাস নাকি সত্যের পথে আছেন?

 

………………………………………………………………………………………………..................................

 

বাংলাদেশ থেকে নিজে নিজে কিভাবে অস্ট্রেলিয়া-তে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হবেন এবং সকল আবেদন প্রক্রিয়া সম্পাদন করবেন ?

…………………………………………………………………………………………………………...................

 

‘মনে রাখবেন, এটা একটি সাধারণ গাইড। আপনার নির্বাচিত প্রতিষ্ঠান এবং পাঠ্যক্রমের যে কোনো তথ্য যে কোনো সময় প্রকৃত কর্তৃপক্ষ দ্বারা পরিবর্তন/পরিবর্ধন হতে পারে। তাই সবসময় সঠিক এবং নতুন তথ্যের জন্য প্রকৃত কর্তৃপক্ষের ওয়েবসাইট এবং বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি যোগাযোগের কোনো বিকল্প নাই।’ 

 

……………………………………………………………………………………………………….......................

গুরুত্বপূর্ণ লিংকস : 

অস্ট্রেলিয়ান এম্বেসী, ঢাকা: https://bangladesh.embassy.gov.au/

ঠিকানা : ১৮৪, গুলশান এভিনিউ, গুলশান-২, ঢাকা-১২১২। 

ইমেইল: ahc.dhaka@dfat.gov.au (General); 

              consular.dhaka@dfat.gov.au (Consular, Notarials and Passport)

  

VFS: https://www.vfsglobal.com/Australia/Bangladesh/

ঠিকানা: VFS গ্লোবাল বাংলাদেশ  Pvt. Ltd. ডেল্টা লাইফ টাওয়ার (৪ ফ্লোর), প্লট # ৩৭, রোড# ৪৫, নর্থ এভিনিউ ,গুলশান- ২, ঢাকা-১২১২ 

হেল্পলাইন: +৮৮ ০৯৬০৬৭৭৭৯৯৯ , +৮৮  ০৯৬৬৬৯১১৩৮১ (মোবাইল)

 

……………………………………………………………………………………………………….......................

১০ টি প্রশ্নের উত্তর আপনাকে 'আপনার বিচরণ-ক্ষেত্র' আপনাকেই শনাক্ত করতে সাহায্য করবে। 

 

প্রশ্ন-১: আপনি কেন অস্ট্রেলিয়া_তে যাবেন তা আপনাকে সঠিক ভাবে জানতে হবে। বন্ধু-বান্ধব, প্রতিবেশী, আত্মীয়রা সবাই যাচ্ছে তাই আপনিও যাচ্ছেন তা কোনো সময়েই যুক্তিযুক্ত নয়। 

 

প্রশ্ন-২: অস্ট্রেলিয়া_তে বাংলাদেশিরা অনেকেই অনেক অভিবাসন প্রক্রিয়াতে রয়েছেন। তারা অনেকেই যেমন সফল তেমনি ব্যর্থ হয়ে আবার নিজ অথবা ভিন্ন দেশে কাউকে না কাউকে যেতে হয়েছে। 

 

প্রশ্ন-৩: আপনাকে প্রথমেই ভাবতে হবে আপনি অস্ট্রেলিয়া_তে শুধু পড়তে যাবেন নাকি পড়া শেষ করার পর সেখানে চাকুরী করবেন এবং স্থায়ীভাবে বসবাস করবেন ?

 

প্রশ্ন-৪: আপনি কি পড়াশোনার পাশাপাশিঅস্ট্রেলিয়া_তে খণ্ডকালীন চাকুরী করে আপনার টিউশন ফী এবং থাকা-খাওয়া এর খরচ মিটাবেন নাকি শুধুমাত্র বাসা থেকে সম্পূর্ণ খরচ নিয়ে শুধু পড়াশোনাতেই নিজেকে নিয়োজিত রাখবেন ?

 

প্রশ্ন-৫: আপনি কি অস্ট্রেলিয়া_তে সম্পূর্ণ অথবা আংশিক স্কলারশিপ এ পড়তে চান ? 

 

প্রশ্ন-৬: পড়াশোনা শেষ অস্ট্রেলিয়া_তে করে প্রাসঙ্গিক বিষয়ে স্থায়ী চাকুরী পাবার ক্ষেত্রে কত দিন সময় পাবেন ?

 

প্রশ্ন-৭: পড়াশোনা শেষ করে স্থায়ী চাকুরী না পেলে অস্ট্রেলিয়া_তে স্থায়ীভাবে থাকার জন্য আপনার পরিকল্পনা কি হবে ?

 

প্রশ্ন-৮: পড়াশোনার পাশাপাশি অথবা শেষে (স্থায়ী হওয়ার আগে বা পরে) আপনার স্ত্রী ও সন্তান কিভাবে আপনার পাশে অস্ট্রেলিয়া_তে আপনাকে সঙ্গ দিবে এবং তাদের খণ্ডকালীন/স্থায়ী চাকুরী ও বাচ্চার পড়াশোনার খরচ কেমন হতে পারে ?  

 

প্রশ্ন-৯: প্রতিবছর ও আগামী ৫ বছরে অস্ট্রেলিয়া_তে কোন কোন ফিল্ড এ কতগুলা পদ স্থায়ী চাকুরীর ক্ষেত্রে উপযুক্ত বলে আপনি মনে করেন এবং কেন ?

 

প্রশ্ন-১০: বর্তমানে যারা অস্ট্রেলিয়া_তে কয়েক বছর যাবৎ ছাত্র/চাকুরীরত অবস্থায় আছেন তারা কেমন আছেন এবং আপনাকে তাদের অবস্থান সম্পর্কে কি প্রকৃত ধারণা পাচ্ছেন ?

 

যে কোনো তথ্য যদি না জানা থাকে তাহলে হোয়াটস্যাপ+৮৮ ০১৯-৬৭-৬৩-৬৭-৬৭ নম্বরে আপনার যে কোনো ধরণের প্রশ্ন আমাদের কে লিখে অথবা ভয়েস দিয়ে জানান।  আমাদের প্রতিনিধি অবশ্যই তার নির্দিষ্ট সময়ে সিরিয়েল অনুযায়ী সম্পূর্ণ ফ্রি পরামর্শ প্রদান করবে।  

………………………………………………………………………………………………………

 

নিজে নিজে ভর্তি ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৫টি ধাপ মানতে হবে। 

 

প্রথম ধাপ : 

আপনাকে প্রথমেই লেভেল, সেশন ও প্রোগ্রাম শনাক্ত করতে হবে। 

 

লেভেল:

অস্ট্রেলিয়া তে সাধারণত ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্, পিএইচডি, পোস্ট-ডক্টরেট করা যায়। 

 

সেশন:

অস্ট্রেলিয়া তে সাধারণত ৩টা সেশন থাকে : জানুয়ারী, মে, সেপ্টেম্বর। 

প্রত্যেকটা সেশন এর এপ্লিকেশন ডেডলাইন থাকে যা আপনাকে ইউনিভার্সিটি এর ওয়েবসাইট থেকে চেক করতে হবে। 

 

প্রোগ্রাম: 

এর সাথে সম্পর্কিত প্রোগ্রাম

 

  • কৃষি, মৎস্য, সামুদ্রিক, পশুচিকিৎসা, কৃষি-ব্যবসা 
  • ব্যবসায় প্রশাসন, আন্তর্জাতিক ব্যবসা, আন্তর্জাতিক সম্পর্ক, অ্যাকাউন্টিং, ব্যবস্থাপনা, অর্থ, ব্যাংকিং, মার্কেটিং ইত্যাদি।
  • প্রকৌশল ও প্রযুক্তি (আইটি, এআই, ডেটা সায়েন্স, গেম ডিজাইন, গ্রাফিক ডিজাইন, সফ্টওয়্যার, ইইই, টেলিকমিউনিকেশন, সিভিল, আর্কিটেকচার, অটোমোটিভ, মেকানিক্যাল, অ্যারোনটিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, এনভায়রনমেন্টাল, মাইনিং, এনার্জি অ্যান্ড পাওয়ার, নিউক্লিয়ার, ট্রান্সপোর্টেশন, সাউন্ড ইত্যাদি)
  • স্বাস্থ্য: এমবিবিএস, ডেন্টিস্ট্রি, নার্সিং, মিডওয়াইফারি, আন্তর্জাতিক স্বাস্থ্য, ফার্মেসি, বায়োমেডিসিন, মাইক্রোবায়োলজি ইত্যাদি।
  • বিজ্ঞান: পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিদ্যা, প্রাণীবিদ্যা, পরিসংখ্যান, প্রাকৃতিক ও পরিবেশগত, মনোবিজ্ঞান ইত্যাদি।
  • শিল্পকলা: অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, আইন, সাংবাদিকতা, ভাষাতত্ত্ব, সৃজনশীল কলা, ইতিহাস, ধর্মতত্ত্ব, সাহিত্য, অপরাধবিদ্যা ইত্যাদি

 

ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় যোগ্যতা:

  • uncheckedডিপ্লোমা : এস এস সি +এইচ এস সি + আইএল্টস-৬/সমমান
  • uncheckedব্যাচেলর:  এস এস সি +এইচ এস সি + আইএল্টস-৬/সমমান
  • uncheckedমাস্টার :   এস এস সি +এইচ এস সি+ ব্যাচেলর+ আইএল্টস-৬.৫/সমমান
  • uncheckedপিএইচডি: এস এস সি +এইচ এস সি+ ব্যাচেলর+ মাস্টার+আইএল্টস-৬.৫/সমমান  
  • uncheckedপোস্ট-ডক্টরেট: এস এস সি +এইচ এস সি+ ব্যাচেলর+ মাস্টার+পিএইচডি +আইএল্টস-৬.৫/সমমান  

 

দ্বিতীয় ধাপ : 

  • uncheckedপ্রোগ্রাম, সেশন ও ইউনিভার্সিটি শনাক্ত করার পর ইউনিভার্সিটি এর এডমিশন পোর্টাল এ যথাযথভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।  

 

  • uncheckedআমাদের ওয়েবসাইট এর হোম পেজ এ স্টাডি সার্চ করার অপসন রয়েছে যা আপনাকে সরাসরি প্রত্যেকটা ইউনিভার্সিটি এর প্রকৃত লিংক এ পৌঁছে দিবে একদম সঠিক তথ্যের জন্য। 

 

  • uncheckedএই পেজ এর একদম শেষে ইউনিভার্সিটি/কলেজ/ইনস্টিটিউট এর লিস্ট দেয়া হয়েছে।  এছাড়া অস্ট্রেলিয়া তে প্রভিন্স অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানের লিস্ট উইকিপেডিয়া তে পেয়ে যাবেন।  

 

  • uncheckedএপ্লিকেশন ফী নিজের ডুয়াল কারেন্সী কার্ড এর মাধ্যমে পরিশোধ করা যায়।  এজন্য বাংলাদেশ এর যেকোনো ব্যাঙ্ক এ খোঁজ নিলে সঠিক তথ্য পাওয়া যায়। 

 

  • unchecked২/৩ টা ইউনিভার্সিটি তে আবেদন করা উত্তম। ইউনিভার্সিটি, যদি এডমিশন হয় তাহলে লেটার পাঠাবে যেটা ভিসা আবেদনের সময় প্রয়োজন পরবে। 

 

  • uncheckedএজন্য ইউনিভার্সিটি এর এডমিশন ডিপার্টমেন্ট ও ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটর এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর এর সাথে যোগাযোগ করলে তারা গাইড/তথ্য দিয়ে সহায়তা করেন। 

 

আনুমানিক টিউশন ফিস:

  • uncheckedডিপ্লোমা : ৭-১০ লক্ষ টাকা প্রতি বছর 
  • uncheckedব্যাচেলর:  ১৫-২০ লক্ষ টাকা  প্রতি বছর 
  • uncheckedমাস্টার :  ১৫-২০ লক্ষ টাকা  প্রতি বছর 
  • uncheckedপিএইচডি: ১৫-২০ লক্ষ টাকা  প্রতি বছর 

 

তৃতীয় ধাপ: 

  • uncheckedএডমিশন কনফার্মেশন আসার পর টিউশন ফী পাঠাতে হয় ব্যাঙ্ক এ স্টুডেন্ট ফাইল এর মাধ্যমে।  

 

  • uncheckedএক এক ব্যাঙ্ক_এ এক এক রকম চার্জ হয়ে থাকে।  ব্যাঙ্ক এর যেকোনো ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চ এ খোঁজ নিলে প্রকৃত তথ্য ও পরামর্শ পাওয়া যায়।

 

  • uncheckedটিউশন ফী পাঠানোর আগে অবশ্যই কয়েকটি ব্যাঙ্ক এ ডলার/ইউরো রেট জেনে নিবেন এন্ড পাঠাতে কত ফী নেয় সেটা জেনে নিবেন।  

 

  • uncheckedইউনিভার্সিটি, টিউশন ফী পাবার পর একটা কনফার্মেশন লেটার পাঠাবে যেটা ভিসা আবেদনের সময় প্রয়োজন পরবে। 

 

চতুর্থ ধাপ :

ভিসা আবেদন এর জন্য IMMI একাউন্ট এর আইডি সম্পন্ন করে ভিসা সাব-ক্লাস অনুযায়ী আবেদন করতে হবে।  ডুয়াল কারেন্সী কার্ড দিয়ে ভিসা ফী জমা দিতে হবে। এজন্য ব্যাঙ্ক এ গেলে (বাংলাদেশ ব্যাঙ্ক এর অধীনে পারমিশন) তারা পরামর্শ দিবে। এজন্য কোনো ফী দিতে হয় না। 

 

সকল ডকুমেন্টস 5 MB এর মধ্যে পিডিএফ আকারে তৈরী করে আপলোড করতে হবে। 

 

চেকলিস্ট:

  • unchecked*সকল পাসপোর্ট
  • unchecked*পিকচার সফ্ট কপি 
  • unchecked*নোটারি সহ ইংরেজিতে এনআইডি/বার্থ সার্টিফিকেট 
  • unchecked*২ জনের রেফারেন্স সহ সিভি (সর্বশেষ নিয়োগকর্তা -1 এবং বিশ্ববিদ্যালয় অধ্যাপক -1)
  • uncheckedসিভি (বর্তমান ঠিকানা + দুটি ফোন নম্বর) 
  • unchecked*সার্টিফিকেট : প্রয়োজন/ইন্সট্রাকশন অনুযায়ী 
  • এসএসসি+ এইচএসসি +ব্যাচেলর + মাস্টার + মিডিয়াম অফ ইন্সট্রাকশন (MOI )
  • IELTS/PTE/ others সার্টিফিকেট (প্রয়োজন মতো)
  •  এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট(পিডিএফে)
  • যে কোনও প্রকাশনা / গবেষণামূলক / থিসিস
  • কাজের অভিজ্ঞতা শংসাপত্র + NOC + পে স্লিপ (3 মাস)
  • unchecked*এডমিশন কনফার্মেশন লেটার ও টিউশন ফী(১ সেমিস্টার/বছর) পেমেন্ট রিসিট+ স্টাডি প্ল্যান 
  • unchecked*হাউসিং কন্ট্রাক্ট (ইউনিভার্সিটি/ওদের অনলাইন সাইট)
  • unchecked*স্পনসর ডিটেইলস: 
  • স্পনসর লেটার
  • ব্যাংক সলভেন্সি (প্রয়োজন মতো) 
  • ব্যাংকের স্টেটমেন্ট ৬ মাস, 
  • ইংরেজিতে স্বীকৃতি (সর্বশেষ বছর) সহ ট্যাক্স রিটার্ন, 
  • সম্পদ মূল্যায়ন
  • স্পনসর যদি ব্যবসায়িক ব্যক্তি হয়: ইংরেজিতে ব্যবসায়িক লাইসেন্স এবং নোটারি + ভিজিটিং কার্ড
  • যদি স্পনসর জব করে: সেলারি সার্টিফিকেট + NOC + 3 মাস বেতন স্লিপ + অবসর সার্টিফিকেট + ভিজিটিং কার্ড
  • unchecked*নোটারি সহ ইংরেজিতে আবেদনকারীর (ইউনিয়ন পরিশোধ / সিটি কর্পোরেশন থেকে) ফ্যামিলি সার্টিফিকেট।
  • unchecked*মেডিকেল সার্টিফিকেট (এম্বেসী ইন্সট্রাকশন অনুযায়ী)
  • unchecked*ইন্সুরেন্স (প্রয়োজন ও এম্বেসী ইন্সট্রাকশন অনুযায়ী )
  • unchecked*কভার লেটার/ এসওপি (চ্যাটজিপিটি /অন্যান্য ব্যবহার না করাই উত্তম)
  • unchecked*ট্রিপ প্ল্যান 
  • unchecked*এয়ার টিকেট বুকিং
  • unchecked*ম্যারেজ সার্টিফিকেট এবং ইংরেজিতে নিকাহনামা এবং নোটারি (প্রযোজ্য ক্ষেত্রে)

 

ভিসা ফী জানার জন্য নিম্নের লিংক এ প্রবেশ করুন :

https://immi.homeaffairs.gov.au/visas/visa-pricing-estimator

 

পঞ্চম ধাপ :

  • uncheckedধৈর্য ধরতে হবে এবং রেফারেন্স ছাড়া কোনো প্রকার তথ্যের উপর বিশ্বাস করা যাবে না। 

 

  • uncheckedআনুমানিক ৩০-৯০ দিনের মধ্যে ভিসা সিদ্ধান্ত চলে আসে। 

 

ভিসা প্রসেসিং এর সময় জানার জন্য এই লিংক এ প্রবেশ করুন :https://immi.homeaffairs.gov.au/visas/getting-a-visa/visa-processing-times/global-visa-processing-times

 

ষষ্ঠ ধাপ:

  • uncheckedভিসা হওয়ার পর এয়ার-টিকেট কাটতে হবে। ‘STUDENTUNIVERSE.COM’ এ যাদের বয়স ২৪ এর নিচে তারা স্টুডেন্ট প্রাইস এ কম মূল্যে এয়ার-টিকেট কাটতে পারবেন। 

 

  • uncheckedইউনিভার্সিটির স্টুডেন্ট ID একটিভ করে নিবেন। 

 

  • uncheckedহোস্টেল এর রুম এর চাবি হাউসিং অফিস থেকে নিতে হয়। তাই এড্রেস এন্ড অফিস টাইম জেনে নিবেন যাতে করে ফ্লাইট থেকে নেমে ডাইরেক্ট সেখানে গিয়ে চাবি নিতে পারেন। 

 

আপনি কি বিশ্বাস নাকি সত্যের পথে আছেন?

 

UNIVERSITY LIST:

 

COLLEGE LIST:

 

PRIVATE COLLEGE LIST:


 

Last Updated on 15th April 2024