/* imge Right Click Off */
আপনি কি বিশ্বাস নাকি সত্যের পথে আছেন?
………………………………………………………………………………………………..................................
বাংলাদেশ থেকে নিজে নিজে কিভাবে অস্ট্রেলিয়া-তে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হবেন এবং সকল আবেদন প্রক্রিয়া সম্পাদন করবেন ?
…………………………………………………………………………………………………………...................
‘মনে রাখবেন, এটা একটি সাধারণ গাইড। আপনার নির্বাচিত প্রতিষ্ঠান এবং পাঠ্যক্রমের যে কোনো তথ্য যে কোনো সময় প্রকৃত কর্তৃপক্ষ দ্বারা পরিবর্তন/পরিবর্ধন হতে পারে। তাই সবসময় সঠিক এবং নতুন তথ্যের জন্য প্রকৃত কর্তৃপক্ষের ওয়েবসাইট এবং বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি যোগাযোগের কোনো বিকল্প নাই।’
……………………………………………………………………………………………………….......................
গুরুত্বপূর্ণ লিংকস :
অস্ট্রেলিয়ান এম্বেসী, ঢাকা: https://bangladesh.embassy.gov.au/
ঠিকানা : ১৮৪, গুলশান এভিনিউ, গুলশান-২, ঢাকা-১২১২।
ইমেইল: ahc.dhaka@dfat.gov.au (General);
consular.dhaka@dfat.gov.au (Consular, Notarials and Passport)
VFS: https://www.vfsglobal.com/Australia/Bangladesh/
ঠিকানা: VFS গ্লোবাল বাংলাদেশ Pvt. Ltd. ডেল্টা লাইফ টাওয়ার (৪ ফ্লোর), প্লট # ৩৭, রোড# ৪৫, নর্থ এভিনিউ ,গুলশান- ২, ঢাকা-১২১২
হেল্পলাইন: +৮৮ ০৯৬০৬৭৭৭৯৯৯ , +৮৮ ০৯৬৬৬৯১১৩৮১ (মোবাইল)
……………………………………………………………………………………………………….......................
১০ টি প্রশ্নের উত্তর আপনাকে 'আপনার বিচরণ-ক্ষেত্র' আপনাকেই শনাক্ত করতে সাহায্য করবে।
প্রশ্ন-১: আপনি কেন অস্ট্রেলিয়া_তে যাবেন তা আপনাকে সঠিক ভাবে জানতে হবে। বন্ধু-বান্ধব, প্রতিবেশী, আত্মীয়রা সবাই যাচ্ছে তাই আপনিও যাচ্ছেন তা কোনো সময়েই যুক্তিযুক্ত নয়।
প্রশ্ন-২: অস্ট্রেলিয়া_তে বাংলাদেশিরা অনেকেই অনেক অভিবাসন প্রক্রিয়াতে রয়েছেন। তারা অনেকেই যেমন সফল তেমনি ব্যর্থ হয়ে আবার নিজ অথবা ভিন্ন দেশে কাউকে না কাউকে যেতে হয়েছে।
প্রশ্ন-৩: আপনাকে প্রথমেই ভাবতে হবে আপনি অস্ট্রেলিয়া_তে শুধু পড়তে যাবেন নাকি পড়া শেষ করার পর সেখানে চাকুরী করবেন এবং স্থায়ীভাবে বসবাস করবেন ?
প্রশ্ন-৪: আপনি কি পড়াশোনার পাশাপাশিঅস্ট্রেলিয়া_তে খণ্ডকালীন চাকুরী করে আপনার টিউশন ফী এবং থাকা-খাওয়া এর খরচ মিটাবেন নাকি শুধুমাত্র বাসা থেকে সম্পূর্ণ খরচ নিয়ে শুধু পড়াশোনাতেই নিজেকে নিয়োজিত রাখবেন ?
প্রশ্ন-৫: আপনি কি অস্ট্রেলিয়া_তে সম্পূর্ণ অথবা আংশিক স্কলারশিপ এ পড়তে চান ?
প্রশ্ন-৬: পড়াশোনা শেষ অস্ট্রেলিয়া_তে করে প্রাসঙ্গিক বিষয়ে স্থায়ী চাকুরী পাবার ক্ষেত্রে কত দিন সময় পাবেন ?
প্রশ্ন-৭: পড়াশোনা শেষ করে স্থায়ী চাকুরী না পেলে অস্ট্রেলিয়া_তে স্থায়ীভাবে থাকার জন্য আপনার পরিকল্পনা কি হবে ?
প্রশ্ন-৮: পড়াশোনার পাশাপাশি অথবা শেষে (স্থায়ী হওয়ার আগে বা পরে) আপনার স্ত্রী ও সন্তান কিভাবে আপনার পাশে অস্ট্রেলিয়া_তে আপনাকে সঙ্গ দিবে এবং তাদের খণ্ডকালীন/স্থায়ী চাকুরী ও বাচ্চার পড়াশোনার খরচ কেমন হতে পারে ?
প্রশ্ন-৯: প্রতিবছর ও আগামী ৫ বছরে অস্ট্রেলিয়া_তে কোন কোন ফিল্ড এ কতগুলা পদ স্থায়ী চাকুরীর ক্ষেত্রে উপযুক্ত বলে আপনি মনে করেন এবং কেন ?
প্রশ্ন-১০: বর্তমানে যারা অস্ট্রেলিয়া_তে কয়েক বছর যাবৎ ছাত্র/চাকুরীরত অবস্থায় আছেন তারা কেমন আছেন এবং আপনাকে তাদের অবস্থান সম্পর্কে কি প্রকৃত ধারণা পাচ্ছেন ?
যে কোনো তথ্য যদি না জানা থাকে তাহলে হোয়াটস্যাপ+৮৮ ০১৯-৬৭-৬৩-৬৭-৬৭ নম্বরে আপনার যে কোনো ধরণের প্রশ্ন আমাদের কে লিখে অথবা ভয়েস দিয়ে জানান। আমাদের প্রতিনিধি অবশ্যই তার নির্দিষ্ট সময়ে সিরিয়েল অনুযায়ী সম্পূর্ণ ফ্রি পরামর্শ প্রদান করবে।
………………………………………………………………………………………………………
নিজে নিজে ভর্তি ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৫টি ধাপ মানতে হবে।
প্রথম ধাপ :
আপনাকে প্রথমেই লেভেল, সেশন ও প্রোগ্রাম শনাক্ত করতে হবে।
লেভেল:
অস্ট্রেলিয়া তে সাধারণত ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্, পিএইচডি, পোস্ট-ডক্টরেট করা যায়।
সেশন:
অস্ট্রেলিয়া তে সাধারণত ৩টা সেশন থাকে : জানুয়ারী, মে, সেপ্টেম্বর।
প্রত্যেকটা সেশন এর এপ্লিকেশন ডেডলাইন থাকে যা আপনাকে ইউনিভার্সিটি এর ওয়েবসাইট থেকে চেক করতে হবে।
প্রোগ্রাম:
এর সাথে সম্পর্কিত প্রোগ্রাম
ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় যোগ্যতা:
দ্বিতীয় ধাপ :
আনুমানিক টিউশন ফিস:
তৃতীয় ধাপ:
চতুর্থ ধাপ :
ভিসা আবেদন এর জন্য IMMI একাউন্ট এর আইডি সম্পন্ন করে ভিসা সাব-ক্লাস অনুযায়ী আবেদন করতে হবে। ডুয়াল কারেন্সী কার্ড দিয়ে ভিসা ফী জমা দিতে হবে। এজন্য ব্যাঙ্ক এ গেলে (বাংলাদেশ ব্যাঙ্ক এর অধীনে পারমিশন) তারা পরামর্শ দিবে। এজন্য কোনো ফী দিতে হয় না।
সকল ডকুমেন্টস 5 MB এর মধ্যে পিডিএফ আকারে তৈরী করে আপলোড করতে হবে।
চেকলিস্ট:
ভিসা ফী জানার জন্য নিম্নের লিংক এ প্রবেশ করুন :
https://immi.homeaffairs.gov.au/visas/visa-pricing-estimator
পঞ্চম ধাপ :
ভিসা প্রসেসিং এর সময় জানার জন্য এই লিংক এ প্রবেশ করুন :https://immi.homeaffairs.gov.au/visas/getting-a-visa/visa-processing-times/global-visa-processing-times
ষষ্ঠ ধাপ:
আপনি কি বিশ্বাস নাকি সত্যের পথে আছেন?
UNIVERSITY LIST:
COLLEGE LIST:
PRIVATE COLLEGE LIST:
Last Updated on 15th April 2024