/* imge Right Click Off */

আমাদের অফিস ও কাস্টমার সার্ভিস সরকারি ছুটির দিন (শনিবার ছাড়া) ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। নির্দিষ্ট সময় ব্যাতিত কোনো প্রকার পরামর্শ ও সার্ভিস প্রদান করা হয় না। যেকোনো পরামর্শের জন্য অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিস ভিজিট করুন।

                                                      ‘বাংলাদেশ থেকে মিশর_এ উচ্চশিক্ষা’

………………………………………...............…………………………………………………………………….

বাংলাদেশ থেকে নিজে নিজে কিভাবে মিশর_এ উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হবেন এবং সকল আবেদন প্রক্রিয়া সম্পাদন করবেন?

……………………………………………………………………………………………………………..

‘মনে রাখবেন, এটা একটি সাধারণ গাইড। আপনার নির্বাচিত প্রতিষ্ঠান এবং পাঠ্যক্রমের যে কোনো তথ্য যে কোনো সময় প্রকৃত কর্তৃপক্ষ দ্বারা পরিবর্তন/পরিবর্ধন হতে পারে। তাই সবসময় সঠিক এবং নতুন তথ্যের জন্য প্রকৃত কর্তৃপক্ষের ওয়েবসাইট এবং বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি যোগাযোগের কোনো বিকল্প নাই।’

………………………………………………………………………………………………………………..

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

ঢাকায় মিশর দূতাবাস, বাংলাদেশ

বাড়ি ৯, রোড ৯০, গুলশান ২ ঢাকা-১২১২, বাংলাদেশ।

ফোন: (+৮৮) ০২ ৯৮৫ ৮৭৩৭-৩৯

ই-মেইল: egypt.emb.dhaka@mfa.gov.eg

……………………………………………………………………………………………………………..

 

১০ টি প্রশ্নের উত্তর আপনাকে 'আপনার বিচরণ-ক্ষেত্র' আপনাকেই শনাক্ত করতে সাহায্য করবে।

 

প্রশ্ন-১: আপনি কেন মিশর_এ  যাবেন তা আপনাকে সঠিক ভাবে জানতে হবে। বন্ধু-বান্ধব, প্রতিবেশী, আত্মীয়রা সবাই যাচ্ছে তাই আপনিও যাচ্ছেন তা কোনো সময়েই যুক্তিযুক্ত নয়।

 

প্রশ্ন-২: মিশর_এ  বাংলাদেশিরা অনেকেই অনেক অভিবাসন প্রক্রিয়াতে রয়েছেন। তারা অনেকেই যেমন সফল তেমনি ব্যর্থ হয়ে আবার নিজ অথবা ভিন্ন দেশে কাউকে না কাউকে যেতে হয়েছে।

 

প্রশ্ন-৩: আপনাকে প্রথমেই ভাবতে হবে আপনি মিশর_এ শুধু পড়তে যাবেন নাকি পড়া শেষ করার পর সেখানে চাকুরী করবেন এবং স্থায়ীভাবে বসবাস করবেন ?

 

প্রশ্ন-৪: আপনি মিশর_এ কি পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকুরী করে আপনার টিউশন ফী এবং থাকা-খাওয়া এর খরচ মিটাবেন নাকি শুধুমাত্র বাসা থেকে সম্পূর্ণ খরচ নিয়ে শুধু পড়াশোনাতেই নিজেকে নিয়োজিত রাখবেন ?

 

প্রশ্ন-৫: আপনি কি মিশর_এ সম্পূর্ণ অথবা আংশিক স্কলারশিপ এ পড়তে চান ?

 

প্রশ্ন-৬: পড়াশোনা শেষ করে মিশর_এ  প্রাসঙ্গিক বিষয়ে স্থায়ী চাকুরী পাবার ক্ষেত্রে কত দিন সময় পাবেন ?

 

প্রশ্ন-৭: পড়াশোনা শেষ করে স্থায়ী চাকুরী না পেলে মিশর_এ স্থায়ীভাবে থাকার জন্য আপনার পরিকল্পনা কি হবে ?

 

প্রশ্ন-৮: পড়াশোনার পাশাপাশি অথবা শেষে (স্থায়ী হওয়ার আগে বা পরে) আপনার স্ত্রী ও সন্তান কিভাবে আপনার পাশে মিশর_এ আপনাকে সঙ্গ দিবে এবং তাদের খণ্ডকালীন/স্থায়ী চাকুরী ও বাচ্চার পড়াশোনার খরচ কেমন হতে পারে ?

 

প্রশ্ন-৯: প্রতিবছর ও আগামী ৫ বছরে মিশর_এ কোন কোন ফিল্ড এ কতগুলা পদ স্থায়ী চাকুরীর ক্ষেত্রে উপযুক্ত বলে আপনি মনে করেন এবং কেন ?

 

প্রশ্ন-১০: বর্তমানে যারা মিশর_এ কয়েক বছর যাবৎ ছাত্র/চাকুরীরত অবস্থায় আছেন তারা কেমন আছেন এবং আপনাকে তাদের অবস্থান সম্পর্কে কি প্রকৃত ধারণা পাচ্ছেন ?

 

যে কোনো তথ্য যদি না জানা থাকে তাহলে হোয়াটস্যাপ+৮৮ ০১৯-৬৭-৬৩-৬৭-৬৭ নম্বরে আপনার যে কোনো ধরণের প্রশ্ন আমাদের কে লিখে অথবা ভয়েস দিয়ে জানান।  আমাদের প্রতিনিধি অবশ্যই তার নির্দিষ্ট সময়ে সিরিয়েল অনুযায়ী সম্পূর্ণ ফ্রি পরামর্শ প্রদান করবে।

………………………………………………………………………………………………………………..

   

নিজে নিজে ভর্তি ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৫টি ধাপ মানতে হবে।

 

প্রথম ধাপ :

আপনাকে প্রথমেই লেভেল, সেশন ও প্রোগ্রাম শনাক্ত করতে হবে।

লেভেল:

মিশর_এ  সাধারণত ব্যাচেলর, মাস্টার্, পিএইচডি করা যায়।

 

সেশন:

 

 

মিশর_এ ২ টি সেমিস্টার আছে। শুরুর সময় এবং সময়সীমা বিশ্ববিদ্যালয় এবং প্রোগ্রামের উপর নির্ভর করে।

 

  • জানুয়ারি
  • সেপ্টেম্বর 

 

প্রোগ্রাম:

আর্কিটেকচার এন্ড কনস্ট্রাকশন , অ্যাপ্লায়েড এন্ড পিওর সাইন্সেস , বিজনেস এন্ড ম্যানেজমেন্ট , কম্পিউটার সাইন্স এন্ড আইটি , ক্রিয়েটিভ আর্ট এন্ড ডিসাইন , ইঞ্জিনিয়ারিং , হেলথ এন্ড মেডিসিন , আর্টস , আইন , সোশ্যাল স্টাডিস এন্ড মিডিয়া , ট্রাভেল এন্ড হসপিটালিটি ইত্যাদি ।   

        আমাদের ওয়েবসাইট এর হোম পেজ এ স্টাডি সার্চ করার অপসন রয়েছে যা আপনাকে সরাসরি প্রত্যেকটা ইউনিভার্সিটি এর প্রকৃত লিংক এ পৌঁছে দিবে একদম সঠিক তথ্যের জন্য।

●        এই পেজ এর একদম শেষে ইউনিভার্সিটি/কলেজ/ইনস্টিটিউট এর লিস্ট দেয়া হয়েছে।  এছাড়া  মিশর_এ প্রভিন্স অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানের লিস্ট উইকিপেডিয়া তে পেয়ে যাবেন।

 

ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় যোগ্যতা:

●     ব্যাচেলর: এস এসসি +এইচ এস সি +১ বছর ইউনিভার্সিটি+আইএল্টস-5.5/সমমান

●     মাস্টার :   এস এস সি +এইচ এস সি+ ব্যাচেলর+ আইএল্টস-6/সমমান

●     পিএইচডি: এস এস সি +এইচ এস সি+ ব্যাচেলর+ মাস্টার+আইএল্টস-6/সমমান 

 

দ্বিতীয় ধাপ :

●        এপ্লিকেশন ফী নিজের ডুয়াল কারেন্সী কার্ড এর মাধ্যমে পরিশোধ করা যায়।  এজন্য বাংলাদেশ এর যেকোনো ব্যাঙ্ক এ খোঁজ নিলে সঠিক তথ্য পাওয়া যায়।

 

●         ২/৩ টা ইউনিভার্সিটি তে আবেদন করা উত্তম। ইউনিভার্সিটি, যদি এডমিশন হয় তাহলে লেটার পাঠাবে যেটা ভিসা আবেদনের সময় প্রয়োজন পরবে।

 

●        এজন্য ইউনিভার্সিটি এর এডমিশন ডিপার্টমেন্ট ও ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটর এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর এর সাথে যোগাযোগ করলে তারা গাইড/তথ্য দিয়ে সহায়তা করেন।

 

 

 

 

 

আনুমানিক টিউশন ফিস:

 

  • ব্যাচেলর: প্রতি বছর ৫০০ থেকে 15,০০০ ইউরো
  • মাস্টার: প্রতি বছর ৫০০ থেকে 15,০০০ ইউরো
  • পিএইচডি: প্রতি বছর ৫০০ থেকে 15,০০০ ইউরো। কিছু বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং সুবিধা আছে।

 

তৃতীয় ধাপ:

  • এডমিশন কনফার্মেশন আসার পর টিউশন ফী পাঠাতে হয়। টিউশন পাঠানোর আগে অবশ্যই রিফান্ড পলিসি ভালোভাবে জেনে নিতে হবে। 
  • হোস্টেল এর জন্য ইউনিভার্সিটি এর ইন্সট্রাকশন্স অনুযায়ী আবেদন করতে হবে।

 

চতুর্থ ধাপ :

 

ভিসা আবেদন এবং চেকলিস্ট অনুযায়ী ডকুমেন্টস জমা দেয়ার জন্য ইন্ডিয়া তে অবস্থিত ভিএফএস এর এপয়েন্টমেন্ট নিতে হবে এবং নির্দিষ্ট সময়ে গিয়ে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে।

 

চেকলিস্ট:  

  • সকল পাসপোর্ট
  • পিকচার সফ্ট কপি
  • নোটারি সহ ইংরেজিতে এনআইডি/বার্থ সার্টিফিকেট
  • ২ জনের রেফারেন্স সহ সিভি (সর্বশেষ নিয়োগকর্তা -1 এবং বিশ্ববিদ্যালয় অধ্যাপক -1)
  •   সিভি (বর্তমান ঠিকানা + দুটি ফোন নম্বর)
  • সার্টিফিকেট : প্রয়োজন/ইন্সট্রাকশন অনুযায়ী
  •  এসএসসি+ এইচএসসি +ব্যাচেলর + মাস্টার + মিডিয়াম অফ ইন্সট্রাকশন (MOI )
  • রসিদ এবং ফটোকপি সহ কমপক্ষে ২৫০০ ইউরোর পাসপোর্টের অনুমোদন
  • এডমিশন কনফার্মেশন লেটার+স্টাডি প্ল্যান
  • টিউশন ফি পেমেন্ট এর রিসিট 
  • হাউসিং কন্ট্রাক্ট (ইউনিভার্সিটি/ওদের অনলাইন সাইট)
  • স্পনসর ডিটেইল
  •  স্পনসর লেটার
  • ব্যাংক সলভেন্সি (প্রয়োজন মতো)
  •  ব্যাংকের স্টেটমেন্ট ৬ মাস
  •  ইংরেজিতে স্বীকৃতি (সর্বশেষ বছর) সহ ট্যাক্স রিটার্ন
  • সম্পদ মূল্যায়ন
  •  স্পনসর যদি ব্যবসায়িক ব্যক্তি হয়: ইংরেজিতে ব্যবসায়িক লাইসেন্স এবংনোটারি+ভিজিটিং কার্ড
  • যদি স্পনসর জব করে: সেলারি সার্টিফিকেট + NOC + ৩ মাস বেতন স্লিপ + অবসর সার্টিফিকেট + ভিজিটিং কার্ড
  •  নোটারি সহ ইংরেজিতে আবেদনকারীর (ইউনিয়ন পরিশোধ / সিটি কর্পোরেশন থেকে) ফ্যামিলি সার্টিফিকেট।
  •  মেডিকেল সার্টিফিকেট (Medical evidence that the applicant is free of AIDS)
  •  
  •  ইন্সুরেন্স (প্রয়োজন ও এম্বেসী ইন্সট্রাকশন অনুযায়ী )
  •  কভার লেটার/ এসওপি (চ্যাটজিপিটি /অন্যান্য ব্যবহার না করাই উত্তম)
  •  ট্রিপ প্ল্যান
  •  এয়ার টিকেট বুকিং
  • ম্যারেজ সার্টিফিকেট এবং ইংরেজিতে নিকাহনামা এবং নোটারি (প্রযোজ্য ক্ষেত্রে)

 

ভিসা ফি : 

3,200 EGP=8,000 BDT

 

পঞ্চম ধাপ :

ধৈর্য ধরতে হবে এবং রেফারেন্স ছাড়া কোনো প্রকার তথ্যের উপর বিশ্বাস করা যাবে না।

 

 

ভিসা প্রসেসিং সময়:

দূতাবাসের উপর নির্ভর করে ১০ থেকে ১৫ কর্মদিবস সময় নিয়ে থাকে। ভিসা এক্সামিনেশন এর জন্য সময়কাল বাড়তে পারে।  

 

 

ষষ্ঠ ধাপ:

  • ভিসা হওয়ার পর এয়ার-টিকেট কাটতে হবে। ‘STUDENTUNIVERSE.COM’ এ যাদের বয়স ২৪ এর নিচে তারা স্টুডেন্ট প্রাইস এ কম মূল্যে এয়ার-টিকেট কাটতে পারবেন।
  • ইউনিভার্সিটির স্টুডেন্ট ID একটিভ করে নিবেন। 
  • হোস্টেল এর রুম এর চাবি হাউসিং অফিস থেকে নিতে হয়। তাই এড্রেস এন্ড অফিস টাইম জেনে নিবেন যাতে করে ফ্লাইট থেকে নেমে ডাইরেক্ট সেখানে গিয়ে চাবি নিতে পারেন।

 

 

বিশ্ববিদ্যালয়, কলেজ, ইনস্টিটিউটের তালিকা:
 

বিশ্ববিদ্যালয়:

UNIVERSITY NAME

UNIVERSITY LINK

Ain Shams University 

(http://www.asu.edu.eg/ )

Al-Azhar University

( http://www.azhar.edu.eg/)

Alexandria University

(http://au.alexu.edu.eg/English/Pages/default.aspx)

Assiut University 

(http://www.aun.edu.eg/ )

Aswan University

(http://www.aswu.edu.eg/ )

Banha University

( http://www.bu.edu.eg/)

Beni-Suef University

(http://www.bsu.edu.eg// )

Cairo University

( http://www.cu.edu.eg/)

Damanhour University

(http://www.damanhour.edu.eg/ )

Damietta University

(http://www.du.edu.eg/en )

Egypt-Japan University of Science and Technology 

(http://www.ejust.edu.eg/ )


 

Fayoum University 

 

 ( http://www.fayoum.edu.eg/English/)

Helwan University

(http://www.helwan.edu.eg/ )

Kafrelsheikh University

(http://www.kfs.edu.eg/)

Mansoura University

(http://www.mans.edu.eg/en )

Minia University   

(http://www.minia.edu.eg/ )

Minufiya University

(http://mu.menofia.edu.eg/ )

Port Said University

(http://www.psu.edu.eg/ )

Sadat Academy for Management Sciences

( http://www.sadatacademy.edu.eg/)

Sohag University 

(http://www.sohag-univ.edu.eg/index_en.htm)

South Valley University

( http://www.svu.edu.eg/)

Suez Canal University 

( http://scuegypt.edu.eg/)

Suez University 

( http://suezuniv.edu.eg/)

Tanta University  

(http://www.tanta.edu.eg/ )

University of Sadat City

(http://www.usc.edu.eg/en )

University of Science and Technology at ZewailCIty

(https://www.zewailcity.edu.eg/main/index.php?lang=en)

Zagazig University

( http://www.zu.edu.eg/)

Ahram Canadian University

 

 ( http://www.acu.edu.eg/)

 

Alamein University 

(https://web.archive.org/web/20130527144250/http://www.alamein.edu.eg/)

American University in Cairo 

( http://www.aucegypt.edu/)

Arab Academy for Science, Technology and Maritime Transport 

(http://www.aast.edu/ )

League Organization 

( http://www.bue.edu.eg/)

Arab Open University 

(http://www.aou.org.bh/ )

British University in Egypt 

(http://www.bue.edu.eg/ )

 

Delta University

(http://www.deltauniv.edu.eg/)

Egyptian e-Learning University

(http://www.eelu.edu.eg/ )

Egyptian Russian University 

(http://eau.edu.eg/ )

El Asher University

(http://eau.edu.eg/ )

El Shorouk Academy

(http://eau.edu.eg/ )

Future University in Egypt 

( http://www.fue.edu.eg/)

 

German University in Cairo 

(http://www.guc.edu.eg/ )

 

Heliopolis University 

(http://www.hu.edu.eg/ )

International Academy for Engineering & Media Sciences 

(http://www.iaems.edu.eg/)

Misr International University

(http://www.miuegypt.edu.eg/)

 

Misr University for Science and Technology 

(http://www.miuegypt.edu.eg/ )

Modern Academy InMaadi

(http://www.modern-academy.edu/computer.asp/ )

Modern Sciences and Arts University 

(http://www.msa.edu.eg/ )

Modern University for Technology and Information

(http://www.mti.edu.eg/)

Nahda University 

(http://www.nahdauniversity.org/ )

Nile University

( http://www.nileu.edu.eg/)

October 6 University

(http://o6u.edu.eg/ )

Pharos University In Alexandria 

(http://www.pua.edu.eg/)

Sinai University

(http://www.su.edu.eg/ )

UniversitéFrançaised’Égypte

( http://portal.ufe.edu.eg/spip/?lang=en)

 

 

 

 

 

 

 

Institutes : 

 

Alexandria Higher Institute of Engineering and Technology

http://www.ait.edu.eg/

Higher Technological Institute

http://www.hti.edu.eg//

Institute of International education

http://www.iie.org/Offices/Cairo#.V9Hr1Sh97IU

Institute of Aviation Engineering and Technology

http://www.iaet-eg.org/wp

Canadian International College

http://www.cic-cairo.com/

 

Last Updated on 09th June 2024