/* imge Right Click Off */

আমাদের অফিস ও কাস্টমার সার্ভিস সরকারি ছুটির দিন (শনিবার ছাড়া) ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। নির্দিষ্ট সময় ব্যাতিত কোনো প্রকার পরামর্শ ও সার্ভিস প্রদান করা হয় না। যেকোনো পরামর্শের জন্য অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিস ভিজিট করুন।

‘বাংলাদেশ থেকে বেলারুশ_এ উচ্চশিক্ষা’ 

আপনি কি বিশ্বাস নাকি সত্যের পথে আছেন?

…………………………………………………………………………………………………………….

বাংলাদেশ থেকে নিজে নিজে কিভাবে বেলারুশ_এ উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হবেন এবং সকল আবেদন প্রক্রিয়া সম্পাদন করবেন ?

………………………………………………………………………………………………..

‘মনে রাখবেন, এটা একটি সাধারণ গাইড। আপনার নির্বাচিত প্রতিষ্ঠান এবং পাঠ্যক্রমের যে কোনো তথ্য যে কোনো সময় প্রকৃত কর্তৃপক্ষ দ্বারা পরিবর্তন/পরিবর্ধন হতে পারে। তাই সবসময় সঠিক এবং নতুন তথ্যের জন্য প্রকৃত কর্তৃপক্ষের ওয়েবসাইট এবং বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি যোগাযোগের কোনো বিকল্প নাই।’ 

 

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

ভারতে বেলারুশ প্রজাতন্ত্রের দূতাবাস: http://india.mfa.gov.by/en/

ঠিকানা: F৬/৮B, বসন্ত বিহার, নিউ দিল্লি-১১০ ০৫৭, ভারত

টেলিফোন: +৯১ ১১ ৪০৫২ ৯৩৩৮ , +৯১ ১১ ৪০৫২ ৯৩৩৬

 

বেলারুশে অধ্যয়নের বিস্তারিত: http://studyin.edu.by/en/main.aspx

………………………………………………………………………………………………..

১০ টি প্রশ্নের উত্তর আপনাকে 'আপনার বিচরণ-ক্ষেত্র' আপনাকেই শনাক্ত করতে সাহায্য করবে। 

প্রশ্ন-১: আপনি কেন বেলারুশ _এ যাবেন তা আপনাকে সঠিক ভাবে জানতে হবে। বন্ধু-বান্ধব, প্রতিবেশী, আত্মীয়রা সবাই যাচ্ছে তাই আপনিও যাচ্ছেন তা কোনো সময়েই যুক্তিযুক্ত নয়। 

প্রশ্ন-২: বেলারুশ _এ বাংলাদেশিরা অনেকেই অনেক অভিবাসন প্রক্রিয়াতে রয়েছেন। তারা অনেকেই যেমন সফল তেমনি ব্যর্থ হয়ে আবার নিজ অথবা ভিন্ন দেশে কাউকে না কাউকে যেতে হয়েছে। 

প্রশ্ন-৩: আপনাকে প্রথমেই ভাবতে হবে আপনি বেলারুশ _এ শুধু পড়তে যাবেন নাকি পড়া শেষ করার পর সেখানে চাকুরী করবেন এবং স্থায়ীভাবে বসবাস করবেন ?

প্রশ্ন-৪: আপনি কি পড়াশোনার পাশাপাশি বেলারুশ _এ খণ্ডকালীন চাকুরী করে আপনার টিউশন ফী এবং থাকা-খাওয়া এর খরচ মিটাবেন নাকি শুধুমাত্র বাসা থেকে সম্পূর্ণ খরচ নিয়ে শুধু পড়াশোনাতেই নিজেকে নিয়োজিত রাখবেন ?

প্রশ্ন-৫: আপনি কি বেলারুশ _এ  সম্পূর্ণ অথবা আংশিক স্কলারশিপ এ পড়তে চান ? 

প্রশ্ন-৬: পড়াশোনা শেষ করে বেলারুশ _এ প্রাসঙ্গিক বিষয়ে স্থায়ী চাকুরী পাবার ক্ষেত্রে কত দিন সময় পাবেন ?

প্রশ্ন-৭: পড়াশোনা শেষ করে স্থায়ী চাকুরী না পেলে বেলারুশ _এ স্থায়ীভাবে থাকার জন্য আপনার পরিকল্পনা কি হবে ?

প্রশ্ন-৮: পড়াশোনার পাশাপাশি অথবা শেষে (স্থায়ী হওয়ার আগে বা পরে) আপনার স্ত্রী ও সন্তান কিভাবে আপনার পাশে বেলারুশ _এ  আপনাকে সঙ্গ দিবে এবং তাদের খণ্ডকালীন/স্থায়ী চাকুরী ও বাচ্চার পড়াশোনার খরচ কেমন হতে পারে ?  

প্রশ্ন-৯: প্রতিবছর ও আগামী ৫ বছরে বেলারুশ _এ কোন কোন ফিল্ড এ কতগুলা পদ স্থায়ী চাকুরীর ক্ষেত্রে উপযুক্ত বলে আপনি মনে করেন এবং কেন ?

প্রশ্ন-১০: বর্তমানে যারা বেলারুশ _এ কয়েক বছর যাবৎ ছাত্র/চাকুরীরত অবস্থায় আছেন তারা কেমন আছেন এবং আপনাকে তাদের অবস্থান সম্পর্কে কি প্রকৃত ধারণা পাচ্ছেন ?

যে কোনো তথ্য যদি না জানা থাকে তাহলে হোয়াটস্যাপ+৮৮ ০১৯-৬৭-৬৩-৬৭-৬৭ নম্বরে আপনার যে কোনো ধরণের প্রশ্ন আমাদের কে লিখে অথবা ভয়েস দিয়ে জানান।  আমাদের প্রতিনিধি অবশ্যই তার নির্দিষ্ট সময়ে সিরিয়েল অনুযায়ী সম্পূর্ণ ফ্রি পরামর্শ প্রদান করবে।  

…………………………………………………………..

নিজে নিজে ভর্তি ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৫টি ধাপ মানতে হবে। 

 

প্রথম ধাপ : 

আপনাকে প্রথমেই লেভেল, সেশন ও প্রোগ্রাম শনাক্ত করতে হবে। 

লেভেল:

বেলারুশ_এ সাধারণত ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্, পিএইচডি, পোস্ট-ডক্টরেট করা যায়। 

সেশন:

  • uncheckedবেলারুশ_এ সাধারণত 2টা সেশন থাকে : জানুয়ারী, সেপ্টেম্বর। 
  • uncheckedরাশিয়ান ল্যাংগুয়েজ কোর্স + প্রিপারেটরি প্রোগ্রাম + ইন্টার্নশীপ : সারা বছর আবেদন প্রক্রিয়া চলতে থাকে কিন্তু প্রকৃত তারিখ গুলা ওয়েবসাইট থেকে ভালোভাবে দেখে নিতে হয়।  
  • uncheckedপ্রত্যেকটা সেশন এর এপ্লিকেশন ডেডলাইন থাকে যা আপনাকে ইউনিভার্সিটি এর ওয়েবসাইট থেকে চেক করতে হবে। 

প্রোগ্রাম: 

আমাদের ওয়েবসাইট এর হোম পেজ এ স্টাডি সার্চ করার অপসন রয়েছে যা আপনাকে সরাসরি প্রত্যেকটা ইউনিভার্সিটি এর প্রকৃত লিংক এ পৌঁছে দিবে একদম সঠিক তথ্যের জন্য। 

 

ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় যোগ্যতা:

  • ব্যাচেলর: এস এসসি +এইচ এস সি +আইএল্টস/রাশিয়ান ল্যাংগুয়েজ কোর্স / প্রিপারেটরি প্রোগ্রাম
  • এমবিবিএস : NEET 
  • মাস্টার :   এস এস সি +এইচ এস সি+ ব্যাচেলর+ আইএল্টস/মিডিয়াম অফ ইন্সট্রাকশন 
  • পিএইচডি: এস এস সি +এইচ এস সি+ ব্যাচেলর+ মাস্টার+আইএল্টস-৬.৫/সমমান  
  • পোস্ট-ডক্টরেট: এস এস সি +এইচ এস সি+ ব্যাচেলর+ মাস্টার+পিএইচডি +আইএল্টস-৬.৫/সমমান  

দ্বিতীয় ধাপ : 

  • uncheckedবিশেষ দ্রষ্টব্যঃ 

বাংলাদেশের নাগরিকদের জন্য বেলারুশ ওন আরাইভাল  ভিসা দিয়ে থাকে।  বেলারুশ এ গিয়ে ইউনিভার্সিটি/কলেজ এ সব সার্টিফিকেট এর নোটারাইজড ও রাশিয়ান  ল্যাংগুয়েজ  ট্রান্সলেটেড  কপি জমা দিয়ে স্টাডি কন্ট্রাক্ট স্বাক্ষর করতে হয়। তারপর টিউশন  ফী  পরিশোধ  করে ক্লাস শুরু করা যায়।  

 

এছাড়া স্বাভাবিক প্রসেস পদ্ধতি : 

  • uncheckedসকল সার্টিফিকেট নোটারি ও রাশিয়ান ভাষায় ট্রান্সলেট করে ইউনিভার্সিটি তে মেইল করতে হবে 
  • uncheckedএই পেজ এর একদম শেষে ইউনিভার্সিটি/কলেজ/ইনস্টিটিউট এর লিস্ট দেয়া হয়েছে।  এছাড়া  বেলারুশ_এ প্রভিন্স অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানের লিস্ট উইকিপেডিয়া তে পেয়ে যাবেন।  
  • uncheckedএপ্লিকেশন ফী নিজের ডুয়াল কারেন্সী কার্ড এর মাধ্যমে পরিশোধ করা যায়।  এজন্য বাংলাদেশ এর যেকোনো ব্যাঙ্ক এ খোঁজ নিলে সঠিক তথ্য পাওয়া যায়। 
  • unchecked২/৩ টা ইউনিভার্সিটি তে আবেদন করা উত্তম। ইউনিভার্সিটি, যদি এডমিশন হয় তাহলে লেটার পাঠাবে যেটা ভিসা আবেদনের সময় প্রয়োজন পরবে। 
  • uncheckedএজন্য ইউনিভার্সিটি এর এডমিশন ডিপার্টমেন্ট ও ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটর এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর এর সাথে যোগাযোগ করলে তারা গাইড/তথ্য দিয়ে সহায়তা করেন। 

আনুমানিক টিউশন ফিস:

ব্যাচেলর /মাস্টার /পিএইচডি:  ১২০০-৭০০০ ইউরো প্রতি বছর 

 

তৃতীয় ধাপ: 

  • uncheckedএডমিশন কনফার্মেশন আসার পর টিউশন ফী পাঠাতে হয় 

 

চতুর্থ ধাপ :

  • uncheckedভিসা আবেদন এবং চেকলিস্ট অনুযায়ী ডকুমেন্টস জমা দেয়ার জন্য ইন্ডিয়া তে অবস্থিত এম্বেসী এর এপয়েন্টমেন্ট নিতে হবে এবং নির্দিষ্ট সময়ে গিয়ে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে। 

 

চেকলিস্ট:    

  • unchecked*সকল পাসপোর্ট
  • unchecked*পিকচার সফ্ট কপি 
  • unchecked*নোটারি সহ ইংরেজিতে এনআইডি/বার্থ সার্টিফিকেট 
  • unchecked*২ জনের রেফারেন্স সহ সিভি (সর্বশেষ নিয়োগকর্তা -1 এবং বিশ্ববিদ্যালয় অধ্যাপক -1)
  • uncheckedসিভি (বর্তমান ঠিকানা + দুটি ফোন নম্বর) 
  • unchecked*সার্টিফিকেট : প্রয়োজন/ইন্সট্রাকশন অনুযায়ী 
  • uncheckedএসএসসি+ এইচএসসি +ব্যাচেলর + মাস্টার + মিডিয়াম অফ ইন্সট্রাকশন (MOI )
  • uncheckedIELTS/PTE/ others সার্টিফিকেট (প্রয়োজন মতো)
  • uncheckedএক্সট্রা কারিকুলার সার্টিফিকেট(পিডিএফে)
  • uncheckedযে কোনও প্রকাশনা / গবেষণামূলক / থিসিস
  • uncheckedকাজের অভিজ্ঞতা শংসাপত্র + NOC + পে স্লিপ (3 মাস)
  • unchecked*এডমিশন কনফার্মেশন লেটার+স্টাডি প্ল্যান
  • uncheckedটিউশন ফী পেমেন্ট রিসিট  
  • unchecked*হাউসিং কন্ট্রাক্ট (ইউনিভার্সিটি/ওদের অনলাইন সাইট)
  • unchecked*স্পনসর ডিটেইলস: 
  • স্পনসর লেটার
  • ব্যাংক সলভেন্সি (প্রয়োজন মতো) 
  • ব্যাংকের স্টেটমেন্ট ৬ মাস, 
  • ইংরেজিতে স্বীকৃতি (সর্বশেষ বছর) সহ ট্যাক্স রিটার্ন, 
  • সম্পদ মূল্যায়ন
  • স্পনসর যদি ব্যবসায়িক ব্যক্তি হয়: ইংরেজিতে ব্যবসায়িক লাইসেন্স এবং নোটারি + ভিজিটিং কার্ড
  • যদি স্পনসর জব করে: সেলারি সার্টিফিকেট + NOC + 3 মাস বেতন স্লিপ + অবসর সার্টিফিকেট + ভিজিটিং কার্ড
  • unchecked*নোটারি সহ ইংরেজিতে আবেদনকারীর (ইউনিয়ন পরিশোধ / সিটি কর্পোরেশন থেকে) ফ্যামিলি সার্টিফিকেট।
  • unchecked*মেডিকেল(এইচআইভি) সার্টিফিকেট (এম্বেসী ইন্সট্রাকশন অনুযায়ী)
  • unchecked*ইন্সুরেন্স (প্রয়োজন ও এম্বেসী ইন্সট্রাকশন অনুযায়ী )
  • unchecked*কভার লেটার/ এসওপি (চ্যাটজিপিটি /অন্যান্য ব্যবহার না করাই উত্তম)
  • unchecked*ট্রিপ প্ল্যান 
  • unchecked*এয়ার টিকেট বুকিং
  • unchecked*ম্যারেজ সার্টিফিকেট এবং ইংরেজিতে নিকাহনামা এবং নোটারি (প্রযোজ্য ক্ষেত্রে)

 

পঞ্চম ধাপ :

ধৈর্য ধরতে হবে এবং রেফারেন্স ছাড়া কোনো প্রকার তথ্যের উপর বিশ্বাস করা যাবে না। 

 

ষষ্ঠ ধাপ:

  • uncheckedভিসা হওয়ার পর এয়ার-টিকেট কাটতে হবে। ‘STUDENTUNIVERSE.COM’ এ যাদের বয়স ২৪ এর নিচে তারা স্টুডেন্ট প্রাইস এ কম মূল্যে এয়ার-টিকেট কাটতে পারবেন। 
  • uncheckedইউনিভার্সিটির স্টুডেন্ট ID একটিভ করে নিবেন। 
  • uncheckedহোস্টেল এর রুম এর চাবি হাউসিং অফিস থেকে নিতে হয়। তাই এড্রেস এন্ড অফিস টাইম জেনে নিবেন যাতে করে ফ্লাইট থেকে নেমে ডাইরেক্ট সেখানে গিয়ে চাবি নিতে পারেন। 

বিশ্ববিদ্যালয়, কলেজ, ইনস্টিটিউটের তালিকা:

বিশ্ববিদ্যালয়:

University Name

University Link

FrancyskSkarynaHomieĺ State University

http://www.gsu.by/en/

Yanka Kupala State University of Grodno

https://en.grsu.by/index.php?lang=en

Mogilev State A.Kuleshov University

https://www.msu.by/

Palessie State University

http://www.psunbrb.by/

Polatsk State University

http://www.psu.by/

Brest State (A. S. Pushkin) University

http://www.brsu.by/en/

Vitebsk State University

https://vsu.by/index.php/en/

Belarusian State Agrarian Technical University

http://www.bsatu.by/

Grodno State Agrarian University

http://www.ggau.by/

Belarus State Economic University

http://www.bseu.by/

Belarusian Trade and Economics University of Consumer Cooperatives (BTEU)

http://www.i-bteu.by/

Belarusian State Medical University

http://www.bsmu.by/

Gomel State Medical University

http://gsmu.by/

Grodno State Medical University

http://www.grsmu.by/

Vitsebsk State Medical University

http://vsmu.by/en/

Belarusian State Pedagogic (Maxim Tank) University

http://bspu.by/ 

Mаzyr State (I. Shamiakin) Pedagogic University

http://mspu.by/index.php/en/

Mogilev State A.Kuleshov University

http://www.msu.mogilev.by/ 

Belarusian National Technical University

http://en.bntu.by/

Belarusian State Technological University

https://www.belstu.by/

Belarusian State University of Informatics and Radio electronics

http://www.bsuir.by/index.jsp?resID=100229&lang=en

Brest State Technical University

http://bstu.by/

SukhoyHomiel State Technical University  

https://www.gstu.by/

Vitebsk State Technological University (VSTU)

http://vstu.by/en/

Belarusian-Russian University

http://bru.by/

Belarusian State Physical Culture (Sports) University

http://www.sportedu.by/

Belarusian State University of Culture and Arts

http://www.buk.by/

Belarusian State University of Transport

http://belsut.gomel.by/

International Sakharov Environmental Institute

http://www.iseu.by/

Mahilyow State Food University

http://en.msu.mogilev.by/

Minsk State Linguistic University

https://www.mslu.by/




 

Colleges:

College name

College Link

Higher State Communications College

http://www.4icu.org/reviews/8178.htm

Minsk State Higher College of Aviation

http://www.mil.by/en/education/mgvak/ 

Minsk State Higher Radio Technical College

http://mrk-bsuir.by/

 

Institutes:

Institute name

Institute Link

Military Academy of the Republic of Belarus

(http://www.classbase.com/Countries/Belarus/Universities/Military-Academy-of-the-Republic-of-Belarus-25084)

Ministry of the Interior Academy of the Republic of Belarus

http://www.academy.mia.by/index.php/en

Belarusian State Academy of Arts

http://www.bdam.by/

Belarusian State Academy of Music

http://www.bgam.edu.by/

Belarusian State Agricultural Academy

http://www.baa.by/ 

 

Vitebsk State Academy of Veterinary Medicine

http://www.vsavm.com/

Belarusian Commercial Institute of Management

http://www.classbase.com/Countries/Belarus/Universities/Belarusian-Commercial-Institute-of-Management-25090)

Institute of Management and Business

http://www.sbmt.bsu.by/

Mahilyow Financial-Economic (V. P. Kavaliou) Institute

No link

Minsk Institute of Management

http://www.miu.by/

Belarusian Institute of Law

http://eng.bip-ip.by/

International Humanities and Economics Institute

http://www.4icu.org/reviews/8197.htm

International institute of labour and social relations belarus

http://bel-univer.do.am/index/international_institute_of_labour_and_social_relations/0-63)

Private Women's Institute "Envila

http://www.envila.by/

Private Women's Institute "Envila"

http://www.envila.by/)



 

 

Updated on 15th April 2024