/* imge Right Click Off */
……………………………………………………………………………………………………………................
বাংলাদেশ থেকে নিজে নিজে কিভাবে মিশর_এ উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হবেন এবং সকল আবেদন প্রক্রিয়া সম্পাদন করবেন?
……………………………………………………………………………………………………………................
‘মনে রাখবেন, এটা একটি সাধারণ গাইড। আপনার নির্বাচিত প্রতিষ্ঠান এবং পাঠ্যক্রমের যে কোনো তথ্য যে কোনো সময় প্রকৃত কর্তৃপক্ষ দ্বারা পরিবর্তন/পরিবর্ধন হতে পারে। তাই সবসময় সঠিক এবং নতুন তথ্যের জন্য প্রকৃত কর্তৃপক্ষের ওয়েবসাইট এবং বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি যোগাযোগের কোনো বিকল্প নাই।’
………………………………………………………………………………………………………………..
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
ঢাকায় মিশর দূতাবাস, বাংলাদেশ
বাড়ি ৯, রোড ৯০, গুলশান ২ ঢাকা-১২১২, বাংলাদেশ।
ফোন: (+৮৮) ০২ ৯৮৫ ৮৭৩৭-৩৯
ই-মেইল: egypt.emb.dhaka@mfa.gov.eg
……………………………………………………………………………………………………………..
১০ টি প্রশ্নের উত্তর আপনাকে 'আপনার বিচরণ-ক্ষেত্র' আপনাকেই শনাক্ত করতে সাহায্য করবে।
প্রশ্ন-১: আপনি কেন মিশর_এ যাবেন তা আপনাকে সঠিক ভাবে জানতে হবে। বন্ধু-বান্ধব, প্রতিবেশী, আত্মীয়রা সবাই যাচ্ছে তাই আপনিও যাচ্ছেন তা কোনো সময়েই যুক্তিযুক্ত নয়।
প্রশ্ন-২: মিশর_এ বাংলাদেশিরা অনেকেই অনেক অভিবাসন প্রক্রিয়াতে রয়েছেন। তারা অনেকেই যেমন সফল তেমনি ব্যর্থ হয়ে আবার নিজ অথবা ভিন্ন দেশে কাউকে না কাউকে যেতে হয়েছে।
প্রশ্ন-৩: আপনাকে প্রথমেই ভাবতে হবে আপনি মিশর_এ শুধু পড়তে যাবেন নাকি পড়া শেষ করার পর সেখানে চাকুরী করবেন এবং স্থায়ীভাবে বসবাস করবেন ?
প্রশ্ন-৪: আপনি মিশর_এ কি পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকুরী করে আপনার টিউশন ফী এবং থাকা-খাওয়া এর খরচ মিটাবেন নাকি শুধুমাত্র বাসা থেকে সম্পূর্ণ খরচ নিয়ে শুধু পড়াশোনাতেই নিজেকে নিয়োজিত রাখবেন ?
প্রশ্ন-৫: আপনি কি মিশর_এ সম্পূর্ণ অথবা আংশিক স্কলারশিপ এ পড়তে চান ?
প্রশ্ন-৬: পড়াশোনা শেষ করে মিশর_এ প্রাসঙ্গিক বিষয়ে স্থায়ী চাকুরী পাবার ক্ষেত্রে কত দিন সময় পাবেন ?
প্রশ্ন-৭: পড়াশোনা শেষ করে স্থায়ী চাকুরী না পেলে মিশর_এ স্থায়ীভাবে থাকার জন্য আপনার পরিকল্পনা কি হবে ?
প্রশ্ন-৮: পড়াশোনার পাশাপাশি অথবা শেষে (স্থায়ী হওয়ার আগে বা পরে) আপনার স্ত্রী ও সন্তান কিভাবে আপনার পাশে মিশর_এ আপনাকে সঙ্গ দিবে এবং তাদের খণ্ডকালীন/স্থায়ী চাকুরী ও বাচ্চার পড়াশোনার খরচ কেমন হতে পারে ?
প্রশ্ন-৯: প্রতিবছর ও আগামী ৫ বছরে মিশর_এ কোন কোন ফিল্ড এ কতগুলা পদ স্থায়ী চাকুরীর ক্ষেত্রে উপযুক্ত বলে আপনি মনে করেন এবং কেন ?
প্রশ্ন-১০: বর্তমানে যারা মিশর_এ কয়েক বছর যাবৎ ছাত্র/চাকুরীরত অবস্থায় আছেন তারা কেমন আছেন এবং আপনাকে তাদের অবস্থান সম্পর্কে কি প্রকৃত ধারণা পাচ্ছেন ?
যে কোনো তথ্য যদি না জানা থাকে তাহলে হোয়াটস্যাপ+৮৮ ০১৯-৬৭-৬৩-৬৭-৬৭ নম্বরে আপনার যে কোনো ধরণের প্রশ্ন আমাদের কে লিখে অথবা ভয়েস দিয়ে জানান। আমাদের প্রতিনিধি অবশ্যই তার নির্দিষ্ট সময়ে সিরিয়েল অনুযায়ী সম্পূর্ণ ফ্রি পরামর্শ প্রদান করবে।
নিজে নিজে ভর্তি ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৫টি ধাপ মানতে হবে।
প্রথম ধাপ :
আপনাকে প্রথমেই লেভেল, সেশন ও প্রোগ্রাম শনাক্ত করতে হবে।
লেভেল:
মিশর_এ সাধারণত ব্যাচেলর, মাস্টার্, পিএইচডি করা যায়।
সেশন:
মিশর_এ ২ টি সেমিস্টার আছে। শুরুর সময় এবং সময়সীমা বিশ্ববিদ্যালয় এবং প্রোগ্রামের উপর নির্ভর করে।
প্রোগ্রাম:
আর্কিটেকচার এন্ড কনস্ট্রাকশন , অ্যাপ্লায়েড এন্ড পিওর সাইন্সেস , বিজনেস এন্ড ম্যানেজমেন্ট , কম্পিউটার সাইন্স এন্ড আইটি , ক্রিয়েটিভ আর্ট এন্ড ডিসাইন , ইঞ্জিনিয়ারিং , হেলথ এন্ড মেডিসিন , আর্টস , আইন , সোশ্যাল স্টাডিস এন্ড মিডিয়া , ট্রাভেল এন্ড হসপিটালিটি ইত্যাদি ।
● আমাদের ওয়েবসাইট এর হোম পেজ এ স্টাডি সার্চ করার অপসন রয়েছে যা আপনাকে সরাসরি প্রত্যেকটা ইউনিভার্সিটি এর প্রকৃত লিংক এ পৌঁছে দিবে একদম সঠিক তথ্যের জন্য।
● এই পেজ এর একদম শেষে ইউনিভার্সিটি/কলেজ/ইনস্টিটিউট এর লিস্ট দেয়া হয়েছে। এছাড়া মিশর_এ প্রভিন্স অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানের লিস্ট উইকিপেডিয়া তে পেয়ে যাবেন।
ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় যোগ্যতা:
● ব্যাচেলর: এস এসসি +এইচ এস সি +১ বছর ইউনিভার্সিটি+আইএল্টস-5.5/সমমান
● মাস্টার : এস এস সি +এইচ এস সি+ ব্যাচেলর+ আইএল্টস-6/সমমান
● পিএইচডি: এস এস সি +এইচ এস সি+ ব্যাচেলর+ মাস্টার+আইএল্টস-6/সমমান
দ্বিতীয় ধাপ :
● এপ্লিকেশন ফী নিজের ডুয়াল কারেন্সী কার্ড এর মাধ্যমে পরিশোধ করা যায়। এজন্য বাংলাদেশ এর যেকোনো ব্যাঙ্ক এ খোঁজ নিলে সঠিক তথ্য পাওয়া যায়।
● ২/৩ টা ইউনিভার্সিটি তে আবেদন করা উত্তম। ইউনিভার্সিটি, যদি এডমিশন হয় তাহলে লেটার পাঠাবে যেটা ভিসা আবেদনের সময় প্রয়োজন পরবে।
● এজন্য ইউনিভার্সিটি এর এডমিশন ডিপার্টমেন্ট ও ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটর এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর এর সাথে যোগাযোগ করলে তারা গাইড/তথ্য দিয়ে সহায়তা করেন।
আনুমানিক টিউশন ফিস:
তৃতীয় ধাপ:
চতুর্থ ধাপ :
ভিসা আবেদন এবং চেকলিস্ট অনুযায়ী ডকুমেন্টস জমা দেয়ার জন্য ইন্ডিয়া তে অবস্থিত ভিএফএস এর এপয়েন্টমেন্ট নিতে হবে এবং নির্দিষ্ট সময়ে গিয়ে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে।
চেকলিস্ট:
ভিসা ফি :
3,200 EGP=8,000 BDT
পঞ্চম ধাপ :
ধৈর্য ধরতে হবে এবং রেফারেন্স ছাড়া কোনো প্রকার তথ্যের উপর বিশ্বাস করা যাবে না।
ভিসা প্রসেসিং সময়:
দূতাবাসের উপর নির্ভর করে ১০ থেকে ১৫ কর্মদিবস সময় নিয়ে থাকে। ভিসা এক্সামিনেশন এর জন্য সময়কাল বাড়তে পারে।
ষষ্ঠ ধাপ:
বিশ্ববিদ্যালয়, কলেজ, ইনস্টিটিউটের তালিকা:
বিশ্ববিদ্যালয়:
UNIVERSITY NAME |
UNIVERSITY LINK |
Ain Shams University |
|
Al-Azhar University |
|
Alexandria University |
(http://au.alexu.edu.eg/English/Pages/default.aspx) |
Assiut University |
|
Aswan University |
|
Banha University |
|
Beni-Suef University |
|
Cairo University |
|
Damanhour University |
|
Damietta University |
|
Egypt-Japan University of Science and Technology |
|
Fayoum University |
|
Helwan University |
|
Kafrelsheikh University |
|
Mansoura University |
|
Minia University |
|
Minufiya University |
|
Port Said University |
|
Sadat Academy for Management Sciences |
|
Sohag University |
|
South Valley University |
|
Suez Canal University |
|
Suez University |
|
Tanta University |
|
University of Sadat City |
|
University of Science and Technology at ZewailCIty |
(https://www.zewailcity.edu.eg/main/index.php?lang=en) |
Zagazig University |
|
Ahram Canadian University |
|
Alamein University |
(https://web.archive.org/web/20130527144250/http://www.alamein.edu.eg/) |
American University in Cairo |
|
Arab Academy for Science, Technology and Maritime Transport |
|
League Organization |
|
Arab Open University |
|
British University in Egypt |
|
Delta University |
(http://www.deltauniv.edu.eg/) |
Egyptian e-Learning University |
|
Egyptian Russian University |
|
El Asher University |
|
El Shorouk Academy |
|
Future University in Egypt |
|
German University in Cairo |
|
Heliopolis University |
|
International Academy for Engineering & Media Sciences |
(http://www.iaems.edu.eg/) |
Misr International University |
|
Misr University for Science and Technology |
|
Modern Academy InMaadi |
|
Modern Sciences and Arts University |
|
Modern University for Technology and Information |
(http://www.mti.edu.eg/) |
Nahda University |
|
Nile University |
|
October 6 University |
|
Pharos University In Alexandria |
(http://www.pua.edu.eg/) |
Sinai University |
|
UniversitéFrançaised’Égypte |
Institutes :
Alexandria Higher Institute of Engineering and Technology |
|
Higher Technological Institute |
|
Institute of International education |
http://www.iie.org/Offices/Cairo#.V9Hr1Sh97IU |
Institute of Aviation Engineering and Technology |
|
Canadian International College |
Last Updated on 09th June 2024