/* imge Right Click Off */
...................................................................................................................................................................
জর্জিয়া একটি ইউরোপিয়ান দেশ কিন্তু সেঙ্গেন নয়।
বাংলাদেশ থেকে ভিসা আবেদন
কম টিউশন ফী তে রাশিয়ান/জর্জিয়ান/ইংলিশ ভাষায় পড়া যায়
…………………………………………………………………...............………………………………………….
বাংলাদেশ থেকে নিজে নিজে কিভাবে জর্জিয়া_তে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হবেন এবং সকল আবেদন প্রক্রিয়া সম্পাদন করবেন?
……………………………………………………………………………………………………………..
‘মনে রাখবেন, এটা একটি সাধারণ গাইড। আপনার নির্বাচিত প্রতিষ্ঠান এবং পাঠ্যক্রমের যে কোনো তথ্য যে কোনো সময় প্রকৃত কর্তৃপক্ষ দ্বারা পরিবর্তন/পরিবর্ধন হতে পারে। তাই সবসময় সঠিক এবং নতুন তথ্যের জন্য প্রকৃত কর্তৃপক্ষের ওয়েবসাইট এবং বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি যোগাযোগের কোনো বিকল্প নাই।’
………………………………………………………………………………………………………………..
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
নয়াদিল্লিতে জর্জিয়ার দূতাবাস: http://india.mfa.gov.ge/default.aspx?sec_id=418&lang=1
ঠিকানা: ১৬৯ জোড় বাঘি, নিউ দিল্লি-১১০০০৩
ফোন:(+৯১)-১১-৪৯৪৯৬০০০ / (+৯১)-১১-৪০৫০-১৪২৪
ইমেইল: delhi.emb@mfa.gov.ge
……………………………………………………………………………………………………………..
১০ টি প্রশ্নের উত্তর আপনাকে 'আপনার বিচরণ-ক্ষেত্র' আপনাকেই শনাক্ত করতে সাহায্য করবে।
প্রশ্ন-১: আপনি কেন জর্জিয়া_তে যাবেন তা আপনাকে সঠিক ভাবে জানতে হবে। বন্ধু-বান্ধব, প্রতিবেশী, আত্মীয়রা সবাই যাচ্ছে তাই আপনিও যাচ্ছেন তা কোনো সময়েই যুক্তিযুক্ত নয়।
প্রশ্ন-২: জর্জিয়া_তে বাংলাদেশিরা অনেকেই অনেক অভিবাসন প্রক্রিয়াতে রয়েছেন। তারা অনেকেই যেমন সফল তেমনি ব্যর্থ হয়ে আবার নিজ অথবা ভিন্ন দেশে কাউকে না কাউকে যেতে হয়েছে।
প্রশ্ন-৩: আপনাকে প্রথমেই ভাবতে হবে আপনি জর্জিয়া_তে শুধু পড়তে যাবেন নাকি পড়া শেষ করার পর সেখানে চাকুরী করবেন এবং স্থায়ীভাবে বসবাস করবেন ?
প্রশ্ন-৪: আপনি কি পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকুরী করে আপনার টিউশন ফী এবং থাকা-খাওয়া এর খরচ মিটাবেন জর্জিয়া_তে নাকি শুধুমাত্র বাসা থেকে সম্পূর্ণ খরচ নিয়ে শুধু পড়াশোনাতেই নিজেকে নিয়োজিত রাখবেন ?
প্রশ্ন-৫: আপনি কি জর্জিয়া_তে সম্পূর্ণ অথবা আংশিক স্কলারশিপ এ পড়তে চান ?
প্রশ্ন-৬: পড়াশোনা শেষ করে জর্জিয়া_তে প্রাসঙ্গিক বিষয়ে স্থায়ী চাকুরী পাবার ক্ষেত্রে কত দিন সময় পাবেন ?
প্রশ্ন-৭: পড়াশোনা শেষ করে স্থায়ী চাকুরী না পেলে জর্জিয়া_তে স্থায়ীভাবে থাকার জন্য আপনার পরিকল্পনা কি হবে ?
প্রশ্ন-৮: পড়াশোনার পাশাপাশি অথবা শেষে (স্থায়ী হওয়ার আগে বা পরে) আপনার স্ত্রী ও সন্তান কিভাবে আপনার পাশে জর্জিয়া_তে আপনাকে সঙ্গ দিবে এবং তাদের খণ্ডকালীন/স্থায়ী চাকুরী ও বাচ্চার পড়াশোনার খরচ কেমন হতে পারে ?
প্রশ্ন-৯: প্রতিবছর ও আগামী ৫ বছরে জর্জিয়া_তে কোন কোন ফিল্ড এ কতগুলা পদ স্থায়ী চাকুরীর ক্ষেত্রে উপযুক্ত বলে আপনি মনে করেন এবং কেন ?
প্রশ্ন-১০: বর্তমানে যারা জর্জিয়া_তে কয়েক বছর যাবৎ ছাত্র/চাকুরীরত অবস্থায় আছেন তারা কেমন আছেন এবং আপনাকে তাদের অবস্থান সম্পর্কে কি প্রকৃত ধারণা পাচ্ছেন ?
যে কোনো তথ্য যদি না জানা থাকে তাহলে হোয়াটস্যাপ+৮৮ ০১৯-৬৭-৬৩-৬৭-৬৭ নম্বরে আপনার যে কোনো ধরণের প্রশ্ন আমাদের কে লিখে অথবা ভয়েস দিয়ে জানান। আমাদের প্রতিনিধি অবশ্যই তার নির্দিষ্ট সময়ে সিরিয়েল অনুযায়ী সম্পূর্ণ ফ্রি পরামর্শ প্রদান করবে।
নিজে নিজে ভর্তি ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৫টি ধাপ মানতে হবে।
প্রথম ধাপ :
আপনাকে প্রথমেই লেভেল, সেশন ও প্রোগ্রাম শনাক্ত করতে হবে।
লেভেল:
জর্জিয়া_তে সাধারণত ব্যাচেলর, মাস্টার্, পিএইচডি করা যায়।
সেশন:
জর্জিয়া_তে সাধারণত 2টা সেশন থাকে :
প্রোগ্রাম:
● আমাদের ওয়েবসাইট এর হোম পেজ এ স্টাডি সার্চ করার অপসন রয়েছে যা আপনাকে সরাসরি প্রত্যেকটা ইউনিভার্সিটি এর প্রকৃত লিংক এ পৌঁছে দিবে একদম সঠিক তথ্যের জন্য।
● এই পেজ এর একদম শেষে ইউনিভার্সিটি/কলেজ/ইনস্টিটিউট এর লিস্ট দেয়া হয়েছে। এছাড়া জর্জিয়া_তে প্রভিন্স অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানের লিস্ট উইকিপেডিয়া তে পেয়ে যাবেন।
ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় যোগ্যতা:
● ব্যাচেলর: এস এসসি +এইচ এস সি +আইএল্টস/সমমান
● মাস্টার : এস এস সি +এইচ এস সি+ ব্যাচেলর+ আইএল্টস//সমমান/MOI
● পিএইচডি: এস এস সি +এইচ এস সি+ ব্যাচেলর+ মাস্টার+আইএল্টস-৬.৫/সমমান
দ্বিতীয় ধাপ :
● এপ্লিকেশন ফী নিজের ডুয়াল কারেন্সী কার্ড এর মাধ্যমে পরিশোধ করা যায়। এজন্য বাংলাদেশ এর যেকোনো ব্যাঙ্ক এ খোঁজ নিলে সঠিক তথ্য পাওয়া যায়।
● ২/৩ টা ইউনিভার্সিটি তে আবেদন করা উত্তম। ইউনিভার্সিটি, যদি এডমিশন হয় তাহলে লেটার পাঠাবে যেটা ভিসা আবেদনের সময় প্রয়োজন পরবে।
● এজন্য ইউনিভার্সিটি এর এডমিশন ডিপার্টমেন্ট ও ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটর এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর এর সাথে যোগাযোগ করলে তারা গাইড/তথ্য দিয়ে সহায়তা করেন।
আনুমানিক টিউশন ফিস:
তৃতীয় ধাপ:
চতুর্থ ধাপ :
ভিসা আবেদন এবং চেকলিস্ট অনুযায়ী ডকুমেন্টস ঢাকায় অবস্থিত ভিএফএস এর এপয়েন্টমেন্ট নিতে হবে এবং নির্দিষ্ট সময়ে গিয়ে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে।
চেকলিস্ট:
● *সকল পাসপোর্ট
● *পিকচার সফ্ট কপি
● *নোটারি সহ ইংরেজিতে এনআইডি/বার্থ সার্টিফিকেট
● *২ জনের রেফারেন্স সহ সিভি (সর্বশেষ নিয়োগকর্তা -1 এবং বিশ্ববিদ্যালয় অধ্যাপক -1)
● সিভি (বর্তমান ঠিকানা + দুটি ফোন নম্বর)
● *সার্টিফিকেট : প্রয়োজন/ইন্সট্রাকশন অনুযায়ী
● ● এসএসসি+ এইচএসসি +ব্যাচেলর + মাস্টার + মিডিয়াম অফ ইন্সট্রাকশন (MOI)
● ● IELTS/PTE/ others সার্টিফিকেট (প্রয়োজন মতো)
● ● এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট(পিডিএফে)
● ● যে কোনও প্রকাশনা / গবেষণামূলক / থিসিস
● ● কাজের অভিজ্ঞতা শংসাপত্র + NOC + পে স্লিপ (3 মাস)
● *রসিদ এবং ফটোকপি সহ কমপক্ষে ২৫০০ ইউরোর পাসপোর্টের অনুমোদন
● *এডমিশন কনফার্মেশন লেটার+স্টাডি প্ল্যান
● * টিউশন ফী পরিশোধের রিসিপ্ট
● *হাউসিং কন্ট্রাক্ট (ইউনিভার্সিটি/ওদের অনলাইন সাইট)
● *স্পনসর ডিটেইলস:
● ● স্পনসর লেটার
● ● ব্যাংক সলভেন্সি (প্রয়োজন মতো)
● ● ব্যাংকের স্টেটমেন্ট ৬ মাস,
● ● ইংরেজিতে স্বীকৃতি (সর্বশেষ বছর) সহ ট্যাক্স রিটার্ন,
● ● সম্পদ মূল্যায়ন
● ● স্পনসর যদি ব্যবসায়িক ব্যক্তি হয়: ইংরেজিতে ব্যবসায়িক লাইসেন্স এবং নোটারি + ভিজিটিং কার্ড
● ● যদি স্পনসর জব করে: সেলারি সার্টিফিকেট + NOC + ৩ মাস বেতন স্লিপ + অবসর সার্টিফিকেট + ভিজিটিং কার্ড
● *নোটারি সহ ইংরেজিতে আবেদনকারীর (ইউনিয়ন পরিশোধ / সিটি কর্পোরেশন থেকে) ফ্যামিলি সার্টিফিকেট।
● *মেডিকেল সার্টিফিকেট (এম্বেসী ইন্সট্রাকশন অনুযায়ী)
● *ইন্সুরেন্স (প্রয়োজন ও এম্বেসী ইন্সট্রাকশন অনুযায়ী )
● *কভার লেটার/ এসওপি (চ্যাটজিপিটি /অন্যান্য ব্যবহার না করাই উত্তম)
● *ট্রিপ প্ল্যান
● *এয়ার টিকেট বুকিং
● *ম্যারেজ সার্টিফিকেট এবং ইংরেজিতে নিকাহনামা এবং নোটারি (প্রযোজ্য ক্ষেত্রে)
ভিসা ফী:
২০ ইউএসডি + ভিএফএস চার্জ: ৪৪৯২ টাকা
পঞ্চম ধাপ :
ধৈর্য ধরতে হবে এবং রেফারেন্স ছাড়া কোনো প্রকার তথ্যের উপর বিশ্বাস করা যাবে না।
ভিসা প্রসেসিং সময়:
৩০ দিন
ষষ্ঠ ধাপ:
● ভিসা হওয়ার পর এয়ার-টিকেট কাটতে হবে। ‘STUDENTUNIVERSE.COM’ এ যাদের বয়স ২৪ এর নিচে তারা স্টুডেন্ট প্রাইস এ কম মূল্যে এয়ার-টিকেট কাটতে পারবেন।
● ইউনিভার্সিটির স্টুডেন্ট ID একটিভ করে নিবেন।
● হোস্টেল এর রুম এর চাবি হাউসিং অফিস থেকে নিতে হয়। তাই এড্রেস এন্ড অফিস টাইম জেনে নিবেন যাতে করে ফ্লাইট থেকে নেমে ডাইরেক্ট সেখানে গিয়ে চাবি নিতে পারেন।
বিশ্ববিদ্যালয়, কলেজ, ইনস্টিটিউটের তালিকা:
বিশ্ববিদ্যালয়:
University Name |
University Link |
Akaki Tsereteli State University (Kutaisi) |
|
Georgian Technical University (Tbilisi) |
|
International School of Economics at Tbilisi State University |
|
Agricultural University of Georgia (Tbilisi) |
Agricultural University of Georgia (Tbilisi) |
Caucasus International University (Tbilisi |
|
Caucasus University (Tbilisi) |
|
Georgian American University (Tbilisi) |
|
Georgian Aviation University (Tbilisi) |
|
Grigol Robakidze University (Tbilisi) |
|
Guram Tavartkiladze Teaching University (Tbilisi) |
|
International Black Sea University (Tbilisi) |
|
New Vision University(Tbilisi) |
|
Saint Andrews Georgian University (Tbilisi) |
|
Teaching University European Academy (Zugdidi) |
|
Teaching University of International Relations of Georgia (Tbilisi) |
|
Teaching University "Rvali" (Rustavi) |
|
Teaching University SEU (Tbilisi) |
|
The University of Georgia (Tbilisi) |
|
ইনস্টিটিউট:
Institute Name |
Institute Link |
Georgian Institute of Public Affairs (Tbilisi) |
চিকিৎসা সম্পর্কিত:
University Name |
University Link |
David Tvildiani Medical University (Tbilisi) |
|
Petre Shotadze Tbilisi Medical Academy (Tbilisi) |
|
Last Updated on 27th July 2024