/* imge Right Click Off */
আপনি কি বিশ্বাস নাকি সত্যের পথে আছেন?
…………………………………………………………………………………………………………….
বাংলাদেশ থেকে নিজে নিজে কিভাবে সাইপ্রাস_এ উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হবেন এবং সকল আবেদন প্রক্রিয়া সম্পাদন করবেন?
……………………………………………………………………………………………………………..
‘মনে রাখবেন, এটা একটি সাধারণ গাইড। আপনার নির্বাচিত প্রতিষ্ঠান এবং পাঠ্যক্রমের যে কোনো তথ্য যে কোনো সময় প্রকৃত কর্তৃপক্ষ দ্বারা পরিবর্তন/পরিবর্ধন হতে পারে। তাই সবসময় সঠিক এবং নতুন তথ্যের জন্য প্রকৃত কর্তৃপক্ষের ওয়েবসাইট এবং বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি যোগাযোগের কোনো বিকল্প নাই।’
………………………………………………………………………………………………………………..
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
সাইপ্রাস প্রজাতন্ত্রের কনস্যুলেট:
ঠিকানা: এবিসি হাউস (নবম তলা), ৮, কামাল আতাতুর্ক এভিনিউ, ঢাকা, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৮৮২৫৮৪৫
ভারতে সাইপ্রাস প্রজাতন্ত্রের হাই কমিশন (অধ্যয়ন/পর্যটন/ব্যবসায়িক ভিসার জন্য জমা):
ঠিকানা: ডি-৬৪, মালচা মার্গ, চানক্যপুরী, নতুন দিল্লি, ভারত।
ফোন: +৯১ ১১ ৪৩৫৮৬২৯৫।
ভিএফএস, ভারত: (ট্যুরিস্ট/বিজনেস ভিসার জন্য জমা):
VFS Global Services Pvt. লিমিটেড শিবাজি স্টেডিয়াম মেট্রো স্টেশন, মেজানাইন লেভেল বাবা খড়ক সিং মার্গ, কনট প্লেস নিউ দিল্লি- ১১০০০১।
ইমেইল: info.cyprusin@vfshelpline.com
ফোন: ৯১-২২-৬৭৮৬৬০২২
আরেকটি ঠিকানা: ভিএফএস গ্লোবাল লিমিটেড: ঠিকানা: ৮৫, বাবা খড়ক সিং মার্গ, ব্লক পি, কনট প্লেস, নিউ দিল্লি ১১০০০১, ফোন: ০২২ ৬৭৮৬ ৬০০ (সোম থেকে শুক্রবার, সকাল ৪ টা থেকে বিকেল ৫টা)
……………………………………………………………………………………………………………..
১০ টি প্রশ্নের উত্তর আপনাকে 'আপনার বিচরণ-ক্ষেত্র' আপনাকেই শনাক্ত করতে সাহায্য করবে।
প্রশ্ন-১: আপনি কেন সাইপ্রাস_এ যাবেন তা আপনাকে সঠিক ভাবে জানতে হবে। বন্ধু-বান্ধব, প্রতিবেশী, আত্মীয়রা সবাই যাচ্ছে তাই আপনিও যাচ্ছেন তা কোনো সময়েই যুক্তিযুক্ত নয়।
প্রশ্ন-২: সাইপ্রাস_এ বাংলাদেশিরা অনেকেই অনেক অভিবাসন প্রক্রিয়াতে রয়েছেন। তারা অনেকেই যেমন সফল তেমনি ব্যর্থ হয়ে আবার নিজ অথবা ভিন্ন দেশে কাউকে না কাউকে যেতে হয়েছে।
প্রশ্ন-৩: আপনাকে প্রথমেই ভাবতে হবে আপনি সাইপ্রাস_এ শুধু পড়তে যাবেন নাকি পড়া শেষ করার পর সেখানে চাকুরী করবেন এবং স্থায়ীভাবে বসবাস করবেন ?
প্রশ্ন-৪: আপনি কি পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকুরী করে আপনার টিউশন ফী এবং থাকা-খাওয়া এর খরচ মিটাবেন নাকি শুধুমাত্র বাসা থেকে সম্পূর্ণ খরচ নিয়ে শুধু পড়াশোনাতেই নিজেকে নিয়োজিত রাখবেন ?
প্রশ্ন-৫: আপনি কি সাইপ্রাস_এ সম্পূর্ণ অথবা আংশিক স্কলারশিপ এ পড়তে চান ?
প্রশ্ন-৬: পড়াশোনা শেষ করে সাইপ্রাস_এ প্রাসঙ্গিক বিষয়ে স্থায়ী চাকুরী পাবার ক্ষেত্রে কত দিন সময় পাবেন ?
প্রশ্ন-৭: পড়াশোনা শেষ করে স্থায়ী চাকুরী না পেলে সাইপ্রাস_এ স্থায়ীভাবে থাকার জন্য আপনার পরিকল্পনা কি হবে ?
প্রশ্ন-৮: পড়াশোনার পাশাপাশি অথবা শেষে (স্থায়ী হওয়ার আগে বা পরে) আপনার স্ত্রী ও সন্তান কিভাবে আপনার পাশে সাইপ্রাস_এ আপনাকে সঙ্গ দিবে এবং তাদের খণ্ডকালীন/স্থায়ী চাকুরী ও বাচ্চার পড়াশোনার খরচ কেমন হতে পারে ?
প্রশ্ন-৯: প্রতিবছর ও আগামী ৫ বছরে সাইপ্রাস_এ কোন কোন ফিল্ড এ কতগুলা পদ স্থায়ী চাকুরীর ক্ষেত্রে উপযুক্ত বলে আপনি মনে করেন এবং কেন ?
প্রশ্ন-১০: বর্তমানে যারা সাইপ্রাস_এ কয়েক বছর যাবৎ ছাত্র/চাকুরীরত অবস্থায় আছেন তারা কেমন আছেন এবং আপনাকে তাদের অবস্থান সম্পর্কে কি প্রকৃত ধারণা পাচ্ছেন ?
যে কোনো তথ্য যদি না জানা থাকে তাহলে হোয়াটস্যাপ+৮৮ ০১৯-৬৭-৬৩-৬৭-৬৭ নম্বরে আপনার যে কোনো ধরণের প্রশ্ন আমাদের কে লিখে অথবা ভয়েস দিয়ে জানান। আমাদের প্রতিনিধি অবশ্যই তার নির্দিষ্ট সময়ে সিরিয়েল অনুযায়ী সম্পূর্ণ ফ্রি পরামর্শ প্রদান করবে।
নিজে নিজে ভর্তি ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৫টি ধাপ মানতে হবে।
প্রথম ধাপ :
আপনাকে প্রথমেই লেভেল, সেশন ও প্রোগ্রাম শনাক্ত করতে হবে।
লেভেল:
সাইপ্রাস_এ সাধারণত ব্যাচেলর, মাস্টার্, পিএইচডি করা যায়।
সেশন:
সাইপ্রাস_এ সাধারণত 2টা সেশন থাকে :
প্রোগ্রাম:
ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় যোগ্যতা:
● ব্যাচেলর: এস এসসি +এইচ এস সি +১ বছর ইউনিভার্সিটি+আইএল্টস-৬.৫/সমমান
● মাস্টার : এস এস সি +এইচ এস সি+ ব্যাচেলর+ আইএল্টস-৬.৫/সমমান
● পিএইচডি: এস এস সি +এইচ এস সি+ ব্যাচেলর+ মাস্টার+আইএল্টস-৬.৫/সমমান
দ্বিতীয় ধাপ :
আনুমানিক টিউশন ফিস:
তৃতীয় ধাপ:
চতুর্থ ধাপ :
ভিসা আবেদন এবং চেকলিস্ট অনুযায়ী ডকুমেন্টস জমা দেয়ার জন্য ইন্ডিয়া তে অবস্থিত ভিএফএস এর এপয়েন্টমেন্ট নিতে হবে এবং নির্দিষ্ট সময়ে গিয়ে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে।
চেকলিস্ট:
ভিসা ফী:
৮০+ ইউরো
পঞ্চম ধাপ :
ধৈর্য ধরতে হবে এবং রেফারেন্স ছাড়া কোনো প্রকার তথ্যের উপর বিশ্বাস করা যাবে না।
ভিসা প্রসেসিং সময়:
আনুমানিক ৩০-৯০ দিনের মধ্যে ভিসা সিদ্ধান্ত চলে আসে।
ষষ্ঠ ধাপ:
বিশ্ববিদ্যালয়, কলেজ, ইনস্টিটিউটের তালিকা:
বিশ্ববিদ্যালয়:
University Name |
University Link |
University of Cyprus |
|
Eastern Mediterranean University |
http://ww1.emu.edu.tr/en/ |
Cyprus University of Technology |
https://www.cut.ac.cy/?languageId=2 |
Open University of Cyprus |
http://www.ouc.ac.cy/ |
European University Cyprus |
http://www.euc.ac.cy/ |
Frederick University |
http://www.frederick.ac.cy/ |
University of Nicosia |
http://www.unic.ac.cy/ |
European University of Lefke |
http://www.eul.edu.tr/en/ |
Neapolis University |
http://www.nup.ac.cy/ |
Cyprus International University |
http://www.ciu.edu.tr/en/ |
Near East University |
https://neu.edu.tr/ |
Girne American University |
http://www.gau.edu.tr/en/ |
University of Kyrenia |
http://kyrenia.edu.tr/ |
বিদেশী বিশ্ববিদ্যালয়ের শাখা:
University Name |
University Link |
Middle East Technical University |
http://ncc.metu.edu.tr/ |
Istambul Technical University |
http://www.kktc.itu.edu.tr/index.php/en/ |
University of Central Lancashire |
http://www.uclancyprus.ac.cy/en/ |
University of the West of England |
http://alexander.ac.cy/en/about-us/uwe-courses-in-cyprus/ |
দূতাবাস অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের তালিকা:
University of Cyprus |
Cyprus University of Technology |
Open University of Cyprus |
European University |
Frederick University |
University of Nicosia |
Neapolis University |
UCLAN-Cyprus |
Last Updated on 20th April 2024