/* imge Right Click Off */

আমাদের অফিস ও কাস্টমার সার্ভিস সরকারি ছুটির দিন (শনিবার ছাড়া) ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। নির্দিষ্ট সময় ব্যাতিত কোনো প্রকার পরামর্শ ও সার্ভিস প্রদান করা হয় না। যেকোনো পরামর্শের জন্য অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিস ভিজিট করুন।

       ‘বাংলাদেশ থেকে অস্ট্রিয়া_তে উচ্চশিক্ষা’ 

আপনি কি বিশ্বাস নাকি সত্যের পথে আছেন?

………………………………………………………………………………………………..................................

 

বাংলাদেশ থেকে নিজে নিজে কিভাবে অস্ট্রিয়া_তে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হবেন এবং সকল আবেদন প্রক্রিয়া সম্পাদন করবেন ?

……………………………………………………………………………………………………….......................

 

‘মনে রাখবেন, এটা একটি সাধারণ গাইড। আপনার নির্বাচিত প্রতিষ্ঠান এবং পাঠ্যক্রমের যে কোনো তথ্য যে কোনো সময় প্রকৃত কর্তৃপক্ষ দ্বারা পরিবর্তন/পরিবর্ধন হতে পারে। তাই সবসময় সঠিক এবং নতুন তথ্যের জন্য প্রকৃত কর্তৃপক্ষের ওয়েবসাইট এবং বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি যোগাযোগের কোনো বিকল্প নাই।’ 

……………………………………………………………………………………………………….......................

 

গুরুত্বপূর্ণ লিংকস : 

 

অস্ট্রিয়ান কনসুলেট,বাংলাদেশ : 

ঠিকানা : আইকন সেন্টার, প্লট - ৫৭/৪, প্রগতি সারণি নর্থ, বারিধারা, ঢাকা-১২১২। 

ইমেইল : austriancon@quasemgroup.com

অস্ট্রিয়ান এম্বেসী ইন ইন্ডিয়া:  https://www.bmeia.gv.at/en/austrian-embassy-new-delhi/

ভিএফএস (ইন্ডিয়া) রিপ্রেজেন্টিং বাংলাদেশ:   https://www.vfs-austria.co.in/

 

...................................................................................................................................................................

১০ টি প্রশ্নের উত্তর আপনাকে 'আপনার বিচরণ-ক্ষেত্র' আপনাকেই শনাক্ত করতে সাহায্য করবে। 

 

প্রশ্ন-১: আপনি কেন অস্ট্রিয়া_তে যাবেন তা আপনাকে সঠিক ভাবে জানতে হবে। বন্ধু-বান্ধব, প্রতিবেশী, আত্মীয়রা সবাই যাচ্ছে তাই আপনিও যাচ্ছেন তা কোনো সময়েই যুক্তিযুক্ত নয়। 

 

প্রশ্ন-২: অস্ট্রিয়া_তে  বাংলাদেশিরা অনেকেই অনেক অভিবাসন প্রক্রিয়াতে রয়েছেন। তারা অনেকেই যেমন সফল তেমনি ব্যর্থ হয়ে আবার নিজ অথবা ভিন্ন দেশে কাউকে না কাউকে যেতে হয়েছে। 

 

প্রশ্ন-৩: আপনাকে প্রথমেই ভাবতে হবে আপনি অস্ট্রিয়া_তে  শুধু পড়তে যাবেন নাকি পড়া শেষ করার পর সেখানে চাকুরী করবেন এবং স্থায়ীভাবে বসবাস করবেন ?

 

প্রশ্ন-৪: আপনি কি পড়াশোনার পাশাপাশি অস্ট্রিয়া_তে  খণ্ডকালীন চাকুরী করে আপনার টিউশন ফী এবং থাকা-খাওয়া এর খরচ মিটাবেন নাকি শুধুমাত্র বাসা থেকে সম্পূর্ণ খরচ নিয়ে শুধু পড়াশোনাতেই নিজেকে নিয়োজিত রাখবেন ?

 

প্রশ্ন-৫: আপনি কি অস্ট্রিয়া_তে  সম্পূর্ণ অথবা আংশিক স্কলারশিপ এ পড়তে চান ? 

 

প্রশ্ন-৬: পড়াশোনা শেষ করে অস্ট্রিয়া_তে  প্রাসঙ্গিক বিষয়ে স্থায়ী চাকুরী পাবার ক্ষেত্রে কত দিন সময় পাবেন ?

 

প্রশ্ন-৭: পড়াশোনা শেষ করে স্থায়ী চাকুরী না পেলে অস্ট্রিয়া_তে স্থায়ীভাবে থাকার জন্য আপনার পরিকল্পনা কি হবে ?

 

প্রশ্ন-৮: পড়াশোনার পাশাপাশি অথবা শেষে (স্থায়ী হওয়ার আগে বা পরে) আপনার স্ত্রী ও সন্তান কিভাবে আপনার পাশে অস্ট্রিয়া_তে  আপনাকে সঙ্গ দিবে এবং তাদের খণ্ডকালীন/স্থায়ী চাকুরী ও বাচ্চার পড়াশোনার খরচ কেমন হতে পারে ?  

 

প্রশ্ন-৯: প্রতিবছর ও আগামী ৫ বছরে অস্ট্রিয়া_তে কোন কোন ফিল্ড এ কতগুলা পদ স্থায়ী চাকুরীর ক্ষেত্রে উপযুক্ত বলে আপনি মনে করেন এবং কেন ?

 

প্রশ্ন-১০: বর্তমানে যারা অস্ট্রিয়া_তে কয়েক বছর যাবৎ ছাত্র/চাকুরীরত অবস্থায় আছেন তারা কেমন আছেন এবং আপনাকে তাদের অবস্থান সম্পর্কে কি প্রকৃত ধারণা পাচ্ছেন ?

 

যে কোনো তথ্য যদি না জানা থাকে তাহলে হোয়াটস্যাপ+৮৮ ০১৯-৬৭-৬৩-৬৭-৬৭ নম্বরে আপনার যে কোনো ধরণের প্রশ্ন আমাদের কে লিখে অথবা ভয়েস দিয়ে জানান।  আমাদের প্রতিনিধি অবশ্যই তার নির্দিষ্ট সময়ে সিরিয়েল অনুযায়ী সম্পূর্ণ ফ্রি পরামর্শ প্রদান করবে।  

………………………………………………………………………………………………………

 

নিজে নিজে ভর্তি ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৫টি ধাপ মানতে হবে। 

 

প্রথম ধাপ : 

আপনাকে প্রথমেই লেভেল, সেশন ও প্রোগ্রাম শনাক্ত করতে হবে। 

 

লেভেল:

অস্ট্রেলিয়া তে সাধারণত ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্, পিএইচডি, পোস্ট-ডক্টরেট করা যায়। 

 

সেশন:

অস্ট্রিয়া_তে  সাধারণত 2টা সেশন থাকে : জানুয়ারী, সেপ্টেম্বর। 

 

প্রত্যেকটা সেশন এর এপ্লিকেশন ডেডলাইন থাকে যা আপনাকে ইউনিভার্সিটি এর ওয়েবসাইট থেকে চেক করতে হবে। 

 

প্রোগ্রাম: 

  • আমাদের ওয়েবসাইট এর হোম পেজ এ স্টাডি সার্চ করার অপসন রয়েছে যা আপনাকে সরাসরি প্রত্যেকটা ইউনিভার্সিটি এর প্রকৃত লিংক এ পৌঁছে দিবে একদম সঠিক তথ্যের জন্য। 

 

ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় যোগ্যতা:

  • ব্যাচেলর: এস এসসি +এইচ এস সি +১ বছর ইউনিভার্সিটি+আইএল্টস-৬.৫/সমমান
  • মাস্টার :   এস এস সি +এইচ এস সি+ ব্যাচেলর+ আইএল্টস-৬.৫/সমমান
  • পিএইচডি: এস এস সি +এইচ এস সি+ ব্যাচেলর+ মাস্টার+আইএল্টস-৬.৫/সমমান  
  • পোস্ট-ডক্টরেট: এস এস সি +এইচ এস সি+ ব্যাচেলর+ মাস্টার+পিএইচডি +আইএল্টস-৬.৫/সমমান  

 

দ্বিতীয় ধাপ : 

  • uncheckedইন্ডিয়াতে অবস্থিত অস্ট্রিয়ান এম্বেসী তে আপনার সকল একাডেমিক ডকুমেন্টস সত্যায়ন এর জন্য পাঠাতে হবে।  তাই হাতে ৬ মাস সময় রেখে বাংলাদেশের অস্ট্রিয়ান কনস্যুলেট এ তাদের নির্দিষ্ট ফী সহ যত দ্রুত সম্ভব জমা দিতে হবে।  কনসুলেট এ জমা দেয়ার আগে অবশ্যই বোর্ড,শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়ন করতে হবে।

 

  • uncheckedসত্যায়ন সম্পন্ন হলে দ্রুত প্রোগ্রাম, সেশন ও ইউনিভার্সিটি শনাক্ত করে ইউনিভার্সিটি এর এডমিশন পোর্টাল এ যথাযথভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।  

 

  • uncheckedআমাদের ওয়েবসাইট এর হোম পেজ এ স্টাডি সার্চ করার অপসন রয়েছে যা আপনাকে সরাসরি প্রত্যেকটা ইউনিভার্সিটি এর প্রকৃত লিংক এ পৌঁছে দিবে একদম সঠিক তথ্যের জন্য। 

 

  • uncheckedএই পেজ এর একদম শেষে ইউনিভার্সিটি/কলেজ/ইনস্টিটিউট এর লিস্ট দেয়া হয়েছে।  এছাড়া  অস্ট্রিয়া_তে প্রভিন্স অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানের লিস্ট উইকিপেডিয়া তে পেয়ে যাবেন।  

 

  • uncheckedএপ্লিকেশন ফী নিজের ডুয়াল কারেন্সী কার্ড এর মাধ্যমে পরিশোধ করা যায়।  এজন্য বাংলাদেশ এর যেকোনো ব্যাঙ্ক এ খোঁজ নিলে সঠিক তথ্য পাওয়া যায়। 

 

  • unchecked২/৩ টা ইউনিভার্সিটি তে আবেদন করা উত্তম। ইউনিভার্সিটি, যদি এডমিশন হয় তাহলে লেটার পাঠাবে যেটা ভিসা আবেদনের সময় প্রয়োজন পরবে। 

 

  • uncheckedএজন্য ইউনিভার্সিটি এর এডমিশন ডিপার্টমেন্ট ও ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটর এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর এর সাথে যোগাযোগ করলে তারা গাইড/তথ্য দিয়ে সহায়তা করেন। 

 

আনুমানিক টিউশন ফিস:

  • ব্যাচেলর, মাস্টার, পিএইচডি:

  বাংলাদেশী দের জন্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো টিউশন ফী নাই।  তবে প্রতি সেমিস্টার এ রেজিস্ট্রেশন ফী দিতে হয়।  রেজিস্ট্রেশন ফী আনুমানিক ৪০০-৮০০ ইউরো হয়ে থাকে। 

 

তৃতীয় ধাপ: 

  • uncheckedএডমিশন কনফার্মেশন আসার পর রেজিস্ট্রেশন ফী পাঠাতে হয় অথবা অস্ট্রিয়া তে পৌঁছার পর ও পরিশোধ করা যায়। ইউনিভার্সিটি এর রেজিস্ট্রেশন ডেডলাইন এর আগে পরিশোধ করলেই হবে।

 

  • uncheckedইউনিভার্সিটি এর সাথে যোগাযোগ করলে তারা ব্লক একাউন্ট এর সকল তথ্য দিয়ে দিবে যেটাতে বাংলাদেশ এ অবস্থিত যে কোনো ব্যাঙ্ক এর ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চ থেকে স্টুডেন্ট ফাইল এর মাধ্যমে ব্লক মানি পাঠাতে হবে। 

 

  • uncheckedব্লক একাউন্ট এ ইউরো জমা হওয়ার সাথে সাথে ইউনিভার্সিটি একটা কনফার্মেশন লেটার দিবে যেটা ভিসা আবেদন এর সময় জমা দিতে হবে। 

 

  • uncheckedব্লক একাউন্ট এ কত ইউরো পাঠাতে হবে তা ইউনিভার্সিটি পরিষ্কার জানিয়ে দেয়।  

 

চতুর্থ ধাপ :

ভিসা আবেদন এবং চেকলিস্ট অনুযায়ী ডকুমেন্টস জমা দেয়ার জন্য ইন্ডিয়া তে অবস্থিত ভিএফএস এর এপয়েন্টমেন্ট নিতে হবে এবং নির্দিষ্ট সময়ে গিয়ে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে। 

 

চেকলিস্ট:    https://www.vfs-austria.co.in/pdf/Checklist-for-Students.pdf

  • unchecked*সকল পাসপোর্ট
  • unchecked*পিকচার সফ্ট কপি 
  • unchecked*নোটারি সহ ইংরেজিতে এনআইডি/বার্থ সার্টিফিকেট 
  • unchecked*২ জনের রেফারেন্স সহ সিভি (সর্বশেষ নিয়োগকর্তা -1 এবং বিশ্ববিদ্যালয় অধ্যাপক -1)
  • uncheckedসিভি (বর্তমান ঠিকানা + দুটি ফোন নম্বর) 
  • unchecked*সার্টিফিকেট : প্রয়োজন/ইন্সট্রাকশন অনুযায়ী 
  • এসএসসি+ এইচএসসি +ব্যাচেলর + মাস্টার + মিডিয়াম অফ ইন্সট্রাকশন (MOI )
  • IELTS/PTE/ others সার্টিফিকেট (প্রয়োজন মতো)
  •  এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট(পিডিএফে)
  • যে কোনও প্রকাশনা / গবেষণামূলক / থিসিস
  • কাজের অভিজ্ঞতা শংসাপত্র + NOC + পে স্লিপ (3 মাস)
  • unchecked*এডমিশন কনফার্মেশন লেটার+স্টাডি প্ল্যান
  • unchecked* ব্লক একাউন্ট কনফার্মেশন লেটার 
  • unchecked*হাউসিং কন্ট্রাক্ট (ইউনিভার্সিটি/ওদের অনলাইন সাইট)
  • unchecked*স্পনসর ডিটেইলস: 
  • স্পনসর লেটার
  • ব্যাংক সলভেন্সি (প্রয়োজন মতো) 
  • ব্যাংকের স্টেটমেন্ট ৬ মাস, 
  • ইংরেজিতে স্বীকৃতি (সর্বশেষ বছর) সহ ট্যাক্স রিটার্ন, 
  • সম্পদ মূল্যায়ন
  • স্পনসর যদি ব্যবসায়িক ব্যক্তি হয়: ইংরেজিতে ব্যবসায়িক লাইসেন্স এবং নোটারি + ভিজিটিং কার্ড
  • যদি স্পনসর জব করে: সেলারি সার্টিফিকেট + NOC + 3 মাস বেতন স্লিপ + অবসর সার্টিফিকেট + ভিজিটিং কার্ড
  • unchecked*নোটারি সহ ইংরেজিতে আবেদনকারীর (ইউনিয়ন পরিশোধ / সিটি কর্পোরেশন থেকে) ফ্যামিলি সার্টিফিকেট।
  • unchecked*মেডিকেল সার্টিফিকেট (এম্বেসী ইন্সট্রাকশন অনুযায়ী)
  • unchecked*ইন্সুরেন্স (প্রয়োজন ও এম্বেসী ইন্সট্রাকশন অনুযায়ী )
  • unchecked*কভার লেটার/ এসওপি (চ্যাটজিপিটি /অন্যান্য ব্যবহার না করাই উত্তম)
  • unchecked*ট্রিপ প্ল্যান 
  • unchecked*এয়ার টিকেট বুকিং
  • unchecked*ম্যারেজ সার্টিফিকেট এবং ইংরেজিতে নিকাহনামা এবং নোটারি (প্রযোজ্য ক্ষেত্রে)


 

প্রয়োজনীয় লিংকস :

 

ভিসা ফী: 

১৫০ ইউরো +ভিএফএস চার্জ +অন্যান্য

 

পঞ্চম ধাপ :

  • uncheckedধৈর্য ধরতে হবে এবং রেফারেন্স ছাড়া কোনো প্রকার তথ্যের উপর বিশ্বাস করা যাবে না। 

 

  • uncheckedআনুমানিক ৩০-৯০ দিনের মধ্যে ভিসা সিদ্ধান্ত চলে আসে। 

 

ষষ্ঠ ধাপ:

  • uncheckedভিসা হওয়ার পর এয়ার-টিকেট কাটতে হবে। ‘STUDENTUNIVERSE.COM’ এ যাদের বয়স ২৪ এর নিচে তারা স্টুডেন্ট প্রাইস এ কম মূল্যে এয়ার-টিকেট কাটতে পারবেন। 

 

  • uncheckedইউনিভার্সিটির স্টুডেন্ট ID একটিভ করে নিবেন। 

 

  • uncheckedহোস্টেল এর রুম এর চাবি হাউসিং অফিস থেকে নিতে হয়। তাই এড্রেস এন্ড অফিস টাইম জেনে নিবেন যাতে করে ফ্লাইট থেকে নেমে ডাইরেক্ট সেখানে গিয়ে চাবি নিতে পারেন। 


 

UNIVERSITY LIST:

  • uncheckedEuropean Peace University  https://www.upeace.org/
  • uncheckedFH Burgenland   https://www.fh-burgenland.at/
  • uncheckedUniversity of Klagenfurt   https://www.aau.at/en/
    New Design University       https://www.ndu.ac.at/new-design-university/
  • uncheckedDanube Private University      https://www.dp-uni.ac.at/en/home
  • uncheckedDanube University Krems        https://www.donau-uni.ac.at/de.html
  • uncheckedIMC University of Applied Sciences Krems       https://www.fh-krems.ac.at/en/
  • uncheckedSt. Polten University of Applied Scienecs      https://www.fhstp.ac.at/en
  • uncheckedInstitute of Science and Technology Austria      https://ist.ac.at/en/home/
  • uncheckedUniversity of Salzburg      https://www.uni-salzburg.at/index.php?id=45
  • uncheckedMozarteum University of Salzburg      https://www.uni-mozarteum.at/en/
  • uncheckedAlma Mater Europaea          http://ameu.eu/
  • uncheckedUniversity of Graz             https://www.uni-graz.at/en/
  • uncheckedMedical University of Graz          https://www.medunigraz.at/en/
  • uncheckedGraz University of Technology         https://www.tugraz.at/home/
  • uncheckedUniversity of Leoben         https://unileoben.ac.at/
  • uncheckedFH Joanneum          https://www.fh-joanneum.at/en/
  • uncheckedUniversity of Innsbruck    https://www.uibk.ac.at/index.html.en
  • uncheckedMedical University of Innsbruck    https://www.i-med.ac.at/mypoint/
  • uncheckedUniversity of applied Sciences Kufsfsjn       https://www.fh-kufstein.ac.at/eng
  • uncheckedMCI         https://www.mci.edu/de/
  • uncheckedJohannes Kepler University Linz        https://www.jku.at/en/
  • uncheckedUniversity of Arts and Industrial Design Linz     https://www.ufg.at/
  • uncheckedCatholic-theological Private University Linz      https://ku-linz.at/
  • uncheckedAnton  Bruncker Private University for Music, Drama and Dance 
  • uncheckedhttps://www.bruckneruni.at/de/home/
  • uncheckedUniversity of Vienna      https://www.univie.ac.at/en/
  • uncheckedVienna University of Technology      https://www.tuwien.at/en/
  • uncheckedVienna University of Economics and Business    https://www.wu.ac.at/en/
  • uncheckedAcademy of Fine Arts Vienna      https://www.akbild.ac.at/Portal/akbild_startpage
  • uncheckedUniversity of Applied arts Vienna 
  • uncheckedhttps://www.dieangewandte.at/jart/prj3/angewandte-2016/main.jart?rel=en&content-id=1436195997896&reserve-mode=active
  • uncheckedUniversity of Natural Resources and Life Sciences, Vienna      https://boku.ac.at/
  • uncheckedUniversity of Music and Performing Arts, Vienna      https://www.mdw.ac.at/
  • uncheckedUniversity of Veterinary Medicine      https://www.vetmeduni.ac.at/en/
  • uncheckedSigmund Freud University Vienna                   https://www.sfu.ac.at/en/
  • uncheckedModul University Vienna                 http://www.modul.ac.at/
  • uncheckedWebster University Vienna        http://webster.ac.at/
  • uncheckedUniversity of Applied Sciences Technikum Wien       https://www.technikum-wien.at/en/
  • uncheckedLauder Business School      https://www.lbs.ac.at/


 

last updated on 16th April 2024