/* imge Right Click Off */

আমাদের অফিস ও কাস্টমার সার্ভিস সরকারি ছুটির দিন (শনিবার ছাড়া) ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। নির্দিষ্ট সময় ব্যাতিত কোনো প্রকার পরামর্শ ও সার্ভিস প্রদান করা হয় না। যেকোনো পরামর্শের জন্য অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিস ভিজিট করুন।

‘বাংলাদেশ থেকে বেলজিয়াম_এ  উচ্চশিক্ষা

  আপনি কি বিশ্বাস নাকি সত্যের পথে আছেন?

 


 

বাংলাদেশ থেকে নিজে নিজে কিভাবে বেলজিয়াম_এ উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হবেন এবং সকল আবেদন প্রক্রিয়া সম্পাদন করবেন ?

…………………………………………………………………………………………………………..

 

‘মনে রাখবেন, এটা একটি সাধারণ গাইড। আপনার নির্বাচিত প্রতিষ্ঠান এবং পাঠ্যক্রমের যে কোনো তথ্য যে কোনো সময় প্রকৃত কর্তৃপক্ষ দ্বারা পরিবর্তন/পরিবর্ধন হতে পারে। তাই সবসময় সঠিক এবং নতুন তথ্যের জন্য প্রকৃত কর্তৃপক্ষের ওয়েবসাইট এবং বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি যোগাযোগের কোনো বিকল্প নাই।’ 

………………………………………………………………………………………………………………..

 

গুরুত্বপূর্ণ লিংকস : 

নয়াদিল্লিতে বেলজিয়ামের দূতাবাস: https://india.diplomatie.belgium.be/en

ঠিকানা: ৫০-এন শান্তিপথ, চাণক্যপুরী, ১১০০২১ নিউ দিল্লি, ভারত।

টেলিফোন: +৯১ ১১ ৪২৪ ২৮০ ০০ - দূতাবাস

ইমেইল: newdelhi.visa@diplobel.fed.be

 

বাংলাদেশী আবেদনকারীদের জন্য বিস্তারিতঃ https://india.diplomatie.belgium.be/en/travel-to-belgium/visa/bangladesh

…………………………………………………………………………………………………………..

১০ টি প্রশ্নের উত্তর আপনাকে 'আপনার বিচরণ-ক্ষেত্র' আপনাকেই শনাক্ত করতে সাহায্য করবে। 

প্রশ্ন-১: আপনি কেন বেলজিয়াম_এ যাবেন তা আপনাকে সঠিক ভাবে জানতে হবে। বন্ধু-বান্ধব, প্রতিবেশী, আত্মীয়রা সবাই যাচ্ছে তাই আপনিও যাচ্ছেন তা কোনো সময়েই যুক্তিযুক্ত নয়। 

প্রশ্ন-২: বেলজিয়াম_এ বাংলাদেশিরা অনেকেই অনেক অভিবাসন প্রক্রিয়াতে রয়েছেন। তারা অনেকেই যেমন সফল তেমনি ব্যর্থ হয়ে আবার নিজ অথবা ভিন্ন দেশে কাউকে না কাউকে যেতে হয়েছে। 

প্রশ্ন-৩: আপনাকে প্রথমেই ভাবতে হবে আপনি বেলজিয়াম_এ শুধু পড়তে যাবেন নাকি পড়া শেষ করার পর সেখানে চাকুরী করবেন এবং স্থায়ীভাবে বসবাস করবেন ?

প্রশ্ন-৪: আপনি কি পড়াশোনার পাশাপাশি বেলজিয়াম_এ খণ্ডকালীন চাকুরী করে আপনার টিউশন ফী এবং থাকা-খাওয়া এর খরচ মিটাবেন নাকি শুধুমাত্র বাসা থেকে সম্পূর্ণ খরচ নিয়ে শুধু পড়াশোনাতেই নিজেকে নিয়োজিত রাখবেন ?

প্রশ্ন-৫: আপনি কি বেলজিয়াম_এ  সম্পূর্ণ অথবা আংশিক স্কলারশিপ এ পড়তে চান ? 

প্রশ্ন-৬: পড়াশোনা শেষ করে বেলজিয়াম_এ প্রাসঙ্গিক বিষয়ে স্থায়ী চাকুরী পাবার ক্ষেত্রে কত দিন সময় পাবেন ?

প্রশ্ন-৭: পড়াশোনা শেষ করে স্থায়ী চাকুরী না পেলে বেলজিয়াম_এ স্থায়ীভাবে থাকার জন্য আপনার পরিকল্পনা কি হবে ?

প্রশ্ন-৮: পড়াশোনার পাশাপাশি অথবা শেষে (স্থায়ী হওয়ার আগে বা পরে) বেলজিয়াম_এ আপনার স্ত্রী ও সন্তান কিভাবে আপনার পাশে আপনাকে সঙ্গ দিবে এবং তাদের খণ্ডকালীন/স্থায়ী চাকুরী ও বাচ্চার পড়াশোনার খরচ কেমন হতে পারে ?  

প্রশ্ন-৯: প্রতিবছর ও আগামী ৫ বছরে বেলজিয়াম_এ কোন কোন ফিল্ড এ কতগুলা পদ স্থায়ী চাকুরীর ক্ষেত্রে উপযুক্ত বলে আপনি মনে করেন এবং কেন ?

প্রশ্ন-১০: বর্তমানে যারা বেলজিয়াম_এ কয়েক বছর যাবৎ ছাত্র/চাকুরীরত অবস্থায় আছেন তারা কেমন আছেন এবং আপনাকে তাদের অবস্থান সম্পর্কে কি প্রকৃত ধারণা পাচ্ছেন ?

....................................................................................................................................................................

যে কোনো তথ্য যদি না জানা থাকে তাহলে হোয়াটস্যাপ+৮৮ ০১৯-৬৭-৬৩-৬৭-৬৭ নম্বরে আপনার যে কোনো ধরণের প্রশ্ন আমাদের কে লিখে অথবা ভয়েস দিয়ে জানান।  আমাদের প্রতিনিধি অবশ্যই তার নির্দিষ্ট সময়ে সিরিয়েল অনুযায়ী সম্পূর্ণ ফ্রি পরামর্শ প্রদান করবে।  

…………………………………………………………………………………………………………....................

নিজে নিজে ভর্তি ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৫টি ধাপ মানতে হবে। 

 

প্রথম ধাপ : 

আপনাকে প্রথমেই লেভেল, সেশন ও প্রোগ্রাম শনাক্ত করতে হবে। 

লেভেল:

বেলজিয়াম এ  সাধারণত ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্, পিএইচডি, পোস্ট-ডক্টরেট করা যায়। 

সেশন:

  • uncheckedবেলজিয়াম এ  সাধারণত সেপ্টেম্বর সেশন: আবেদনের শেষ তারিখ ১লা মার্চ
  • uncheckedইংলিশ মিডিয়াম ব্যাচেলর (1st ডিসেম্বর - 1st এপ্রিল) *অনলি সোশ্যাল  সাইন্স *
  • uncheckedব্যাচেলর প্রিপারেটরি প্রোগ্রাম : 1st ডিসেম্বর - 1st মার্চ ( প্রিপারেটরি ক্লাস  শুরু হয় সেপ্টেম্বর) in dutch only) 
  • uncheckedপ্রত্যেকটা সেশন এর এপ্লিকেশন ডেডলাইন থাকে যা আপনাকে ইউনিভার্সিটি এর ওয়েবসাইট থেকে চেক করতে হবে। 

প্রোগ্রাম: 

  • আমাদের ওয়েবসাইট এর হোম পেজ এ স্টাডি সার্চ করার অপসন রয়েছে যা আপনাকে সরাসরি প্রত্যেকটা ইউনিভার্সিটি এর প্রকৃত লিংক এ পৌঁছে দিবে একদম সঠিক তথ্যের জন্য। 

ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় যোগ্যতা:

  • uncheckedব্যাচেলর(ENGLISH):  এস এস সি +এইচ এস সি + ১বছর বাংলাদেশী ইউনিভার্সিটি (২৫ ক্রেডিট)+আইএল্টস-৬.৫/সমমান
  • uncheckedব্যাচেলর(DUTCH):  এস এস সি +এইচ এস সি + ১বছর বাংলাদেশী ইউনিভার্সিটি (২৫ ক্রেডিট)+ব্যাচেলর প্রিপারেটরি প্রোগ্রাম+আইএল্টস-৪/সমমান
  • uncheckedমাস্টার :   এস এস সি +এইচ এস সি+ ব্যাচেলর+ আইএল্টস-৬.৫/সমমান
  • uncheckedপিএইচডি: এস এস সি +এইচ এস সি+ ব্যাচেলর+ মাস্টার+আইএল্টস-৬.৫/সমমান  
  • uncheckedপোস্ট-ডক্টরেট: এস এস সি +এইচ এস সি+ ব্যাচেলর+ মাস্টার+ পিএইচডি + আইএল্টস-৬.৫/ সমমান  

 

দ্বিতীয় ধাপ : 

  • uncheckedসকল একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট ‘শিক্ষা বোর্ড, ইউনিভার্সিটি, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়’ থেকে সত্যায়িত করতে হবে।  তারপর ঢাকার তেজগাঁও তে অবস্থিত বেলজিয়ান কনস্যুলেট থেকে ইউনিভার্সিটি এর সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট সত্যায়ন করতে হবে। 
  • uncheckedএডমিশন এর সময় ইউনিভার্সিটি এর নির্দেশনা অনুযায়ী স্ক্যান কপি অথবা হার্ড কপি ইউনিভার্সিটি তে পাঠাতে হবে। 
  • uncheckedপ্রোগ্রাম, সেশন ও ইউনিভার্সিটি শনাক্ত করার পর ইউনিভার্সিটি এর এডমিশন পোর্টাল এ যথাযথভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।  
  • uncheckedএই পেজ এর একদম শেষে ইউনিভার্সিটি/কলেজ/ইনস্টিটিউট এর লিস্ট দেয়া হয়েছে।  
  • uncheckedএপ্লিকেশন ফী (প্রয়োজন হলে) নিজের ডুয়াল কারেন্সী কার্ড এর মাধ্যমে পরিশোধ করা যায়।  এজন্য বাংলাদেশ এর যেকোনো ব্যাঙ্ক এ খোঁজ নিলে সঠিক তথ্য পাওয়া যায়। 
  • unchecked২/৩ টা ইউনিভার্সিটি তে আবেদন করা উত্তম। ইউনিভার্সিটি, যদি এডমিশন হয় তাহলে লেটার পাঠাবে যেটা ভিসা আবেদনের সময় প্রয়োজন পরবে। 
  • uncheckedএজন্য ইউনিভার্সিটি এর এডমিশন ডিপার্টমেন্ট ও ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটর এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর এর সাথে যোগাযোগ করলে তারা গাইড/তথ্য দিয়ে সহায়তা করেন। 

 

আনুমানিক টিউশন ফিস:

বাংলাদেশী নাগরিক এর জন্য টিউশন ফী কম।  

ব্যাচেলর: প্রতি বছর ১ ,০০০ থেকে ৫০০০/৬০০০ ইউরো+রেজিস্ট্রেশন ফী 

মাস্টার: প্রতি বছর ১,০০০ থেকে   ৫০০০/৬০০০ ইউরো+রেজিস্ট্রেশন ফী 

পিএইচডি:  খরচ নেই এবং তহবিল অন্তর্ভুক্ত+রেজিস্ট্রেশন ফী 

 

তৃতীয় ধাপ:

  • uncheckedএডমিশন কনফার্মেশন আসার পর ব্লক একাউন্ট এ টাকা পাঠাতে হবে প্রায় ১৩,১০০ ইউরো (১৩ মাস) । প্রত্যেকটা ইউনিভার্সিটি এর ওয়েবসাইট এ প্রকৃত তথ্য দেয়া আছে।
  • uncheckedতারপর হোস্টেল এর জন্য আবেদন করতে হবে ইউনিভার্সিটি এর সময়সূচির নির্দেশনা অনুযায়ী 
  • uncheckedইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা আবেদন করতে হবে। দিল্লী তে ভিএফএস এ এপয়েন্টমেন্ট নিয়ে সেই তারিখ অনুযায়ী সকল ডকুমেন্টস জমা দিতে হবে। 
  • uncheckedটিউশন ফী ভিসা হওয়ার পর বাংলাদেশ থেকে স্টুডেন্ট ফাইল এর মাধ্যমে পাঠানো যাবে অথবা ফ্লাই করার সময় সাথে নিয়ে যাওয়া যাবে। 

 

চতুর্থ ধাপ :

সকল ডকুমেন্টস : ৩সেট কপি জমা দিতে হবে চেকলিস্ট অনুযায়ী। 

চেকলিস্ট:

  • unchecked*সকল পাসপোর্ট
  • unchecked*পিকচার সফ্ট কপি 
  • unchecked*নোটারি সহ ইংরেজিতে এনআইডি/বার্থ সার্টিফিকেট 
  • unchecked*২ জনের রেফারেন্স সহ সিভি (সর্বশেষ নিয়োগকর্তা -1 এবং বিশ্ববিদ্যালয় অধ্যাপক -1)
  • uncheckedসিভি (বর্তমান ঠিকানা + দুটি ফোন নম্বর) 
  • unchecked*সার্টিফিকেট : প্রয়োজন/ইন্সট্রাকশন অনুযায়ী 
  • uncheckedএসএসসি+ এইচএসসি +ব্যাচেলর + মাস্টার + মিডিয়াম অফ ইন্সট্রাকশন (MOI )
  • uncheckedIELTS/PTE/ others সার্টিফিকেট (প্রয়োজন মতো)
  • unchecked এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট(পিডিএফে)
  • uncheckedযে কোনও প্রকাশনা / গবেষণামূলক / থিসিস
  • uncheckedকাজের অভিজ্ঞতা শংসাপত্র + NOC + পে স্লিপ (3 মাস)
  • uncheckedব্লক একাউন্ট এ পেমেন্ট কনফার্মেশন স্লিপ 
  • unchecked*হাউসিং কন্ট্রাক্ট (ইউনিভার্সিটি/ অনলাইন সাইট)
  • unchecked*স্পনসর ডিটেইলস: 
  • স্পনসর লেটার
  • ব্যাংক সলভেন্সি (প্রয়োজন মতো) 
  • ব্যাংকের স্টেটমেন্ট ৬ মাস, 
  • ইংরেজিতে স্বীকৃতি (সর্বশেষ বছর) সহ ট্যাক্স রিটার্ন, 
  • সম্পদ মূল্যায়ন
  • স্পনসর যদি ব্যবসায়িক ব্যক্তি হয়: ইংরেজিতে ব্যবসায়িক লাইসেন্স এবং নোটারি + ভিজিটিং কার্ড
  • যদি স্পনসর জব করে: সেলারি সার্টিফিকেট + NOC + 3 মাস বেতন স্লিপ + অবসর সার্টিফিকেট + ভিজিটিং কার্ড
  • unchecked*নোটারি সহ ইংরেজিতে আবেদনকারীর (ইউনিয়ন পরিশোধ / সিটি কর্পোরেশন থেকে) ফ্যামিলি সার্টিফিকেট।
  • unchecked*মেডিকেল সার্টিফিকেট (এম্বেসী ইন্সট্রাকশন অনুযায়ী)
  • unchecked*ইন্সুরেন্স (প্রয়োজন ও এম্বেসী ইন্সট্রাকশন অনুযায়ী )
  • unchecked*কভার লেটার/ এসওপি (চ্যাটজিপিটি /অন্যান্য ব্যবহার না করাই উত্তম)
  • unchecked*ট্রিপ প্ল্যান 
  • unchecked*এয়ার টিকেট বুকিং
  • unchecked*ম্যারেজ সার্টিফিকেট এবং ইংরেজিতে নিকাহনামা এবং নোটারি (প্রযোজ্য ক্ষেত্রে)

 

ভিসা ফী 

  • unchecked১৮০ ইউরো/১৬৫৪২ রুপি 
  • uncheckedভিএফএস চার্জ : ১৯৩০ রুপি 


পঞ্চম ধাপ :

ধৈর্য ধরতে হবে এবং রেফারেন্স ছাড়া কোনো প্রকার তথ্যের উপর বিশ্বাস করা যাবে না। 

আনুমানিক ৩০ দিনের মধ্যে ভিসা সিদ্ধান্ত চলে আসে । 

 

ষষ্ঠ ধাপ:

  • uncheckedভিসা হওয়ার পর এয়ার-টিকেট কাটতে হবে। ‘STUDENTUNIVERSE.COM’ এ যাদের বয়স ২৪ এর নিচে তারা স্টুডেন্ট প্রাইস এ কম মূল্যে এয়ার-টিকেট কাটতে পারবেন। 
  • uncheckedইউনিভার্সিটির স্টুডেন্ট ID একটিভ করে নিবেন। 
  • uncheckedহোস্টেল এর রুম এর চাবি হাউসিং অফিস থেকে নিতে হয়। তাই এড্রেস এন্ড অফিস টাইম জেনে নিবেন যাতে করে ফ্লাইট থেকে নেমে ডাইরেক্ট সেখানে গিয়ে চাবি নিতে পারেন। 

 

বিশ্ববিদ্যালয়, কলেজ তালিকা:

বিশ্ববিদ্যালয়:

University Name

University Link

University of Antwerp

https://www.uantwerp.be/en

University college Brussels

http://www.hubrussel.be/english

Vrije Universiteit Brussel

http://www.vub.ac.be/en/

Ghent University

http://www.ugent.be/

Uhasselt University

http://www.uhasselt.be/en

Universiteit Leuven KU Leuven

http://www.kuleuven.be/english/

University of Namur

http://www.unamur.be/

University Saint-Louis

http://www.usaintlouis.be/

Universite cathlique de

https://www.uclouvain.be/en-index.html

University of Liege

https://www.ulg.ac.be/cms/c_5000/en/home

University of Mons

http://www.umons.ac.be/

Universite libre de Bruxelles

http://www.ulb.ac.be/

Haute Ecole Leonard de Vinci

http://www.vinci.be/

Ecolepratique des hautes etudes commerciales

http://www.ephec.be/

The American University

http://american.edu/

Boston University- Brussels Graduate Centre

http://www.bu.edu/brussels

University of Kent

http://kent.ac.uk/

 

 

 

 কলেজ:

College Name

College Link

University College Ghent

http://www.hogent.be/international/

Erasmushogeschool Brussel

http://www.hogent.be/international/

Erasmushogeschool Brussel

http://www.ehb.be/

Hogeschool Sint-Lukas Brussel

http://www.sintlukas.be/

Lessius University College

http://www.lessius.eu/

College of Europe

http://www.coleurope.eu/

Evangelical Theological Faculty

http://www.etf.edu/

Institute of Tropical Medicine Antwerp

http://www.itg.be/

Vesalius College

http://www.vesalius.edu/

Vlerick Business School

http://www.vlerick.com/

Bhaktivedanta College

http://bhaktivedantacollege.com/

 

 

 

Updated on 15th April 2024