/* imge Right Click Off */

আমাদের অফিস ও কাস্টমার সার্ভিস সরকারি ছুটির দিন (শনিবার ছাড়া) ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। নির্দিষ্ট সময় ব্যাতিত কোনো প্রকার পরামর্শ ও সার্ভিস প্রদান করা হয় না। যেকোনো পরামর্শের জন্য অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিস ভিজিট করুন।

‘বাংলাদেশ থেকে বুলগেরিয়া_তে উচ্চশিক্ষা’

আপনি কি বিশ্বাস নাকি সত্যের পথে আছেন?

 

…………………………………………………………………………………………………………….

বাংলাদেশ থেকে নিজে নিজে কিভাবে বুলগেরিয়া_তে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হবেন এবং সকল আবেদন প্রক্রিয়া সম্পাদন করবেন ?

………………………………………………………………………………………………..

‘মনে রাখবেন, এটা একটি সাধারণ গাইড। আপনার নির্বাচিত প্রতিষ্ঠান এবং পাঠ্যক্রমের যে কোনো তথ্য যে কোনো সময় প্রকৃত কর্তৃপক্ষ দ্বারা পরিবর্তন/পরিবর্ধন হতে পারে। তাই সবসময় সঠিক এবং নতুন তথ্যের জন্য প্রকৃত কর্তৃপক্ষের ওয়েবসাইট এবং বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি যোগাযোগের কোনো বিকল্প নাই।’

 ……………………………………………………………………………………………………………

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

 ভারতে দূতাবাস: https://www.mfa.bg/en/embassies/india

 ঠিকানা: ১৬/১৭ চন্দ্রগুপ্ত মার্গ, চাণক্যপুরী, নিউ দিল্লি - ১১০০২১

 টেলিফোন: +৯১১১২৬১১৫৫৫০ 

………………………………………………………………………………………………..

১০ টি প্রশ্নের উত্তর আপনাকে 'আপনার বিচরণ-ক্ষেত্র' আপনাকেই শনাক্ত করতে সাহায্য করবে।

 

প্রশ্ন-১: আপনি কেন বুলগেরিয়া_তে যাবেন তা আপনাকে সঠিক ভাবে জানতে হবে। বন্ধু-বান্ধব, প্রতিবেশী, আত্মীয়রা সবাই যাচ্ছে তাই আপনিও যাচ্ছেন তা কোনো সময়েই যুক্তিযুক্ত নয়।

 

প্রশ্ন-২: বুলগেরিয়া_তে বাংলাদেশিরা অনেকেই অনেক অভিবাসন প্রক্রিয়াতে রয়েছেন। তারা অনেকেই যেমন সফল তেমনি ব্যর্থ হয়ে আবার নিজ অথবা ভিন্ন দেশে কাউকে না কাউকে যেতে হয়েছে।

 

প্রশ্ন-৩: আপনাকে প্রথমেই ভাবতে হবে আপনি বুলগেরিয়া_তে শুধু পড়তে যাবেন নাকি পড়া শেষ করার পর সেখানে চাকুরী করবেন এবং স্থায়ীভাবে বসবাস করবেন ?

 

প্রশ্ন-৪: আপনি কি পড়াশোনার পাশাপাশি বুলগেরিয়া_তে খণ্ডকালীন চাকুরী করে আপনার টিউশন ফী এবং থাকা-খাওয়া এর খরচ মিটাবেন নাকি শুধুমাত্র বাসা থেকে সম্পূর্ণ খরচ নিয়ে শুধু পড়াশোনাতেই নিজেকে নিয়োজিত রাখবেন ?

 

প্রশ্ন-৫: আপনি কি বুলগেরিয়া_তে সম্পূর্ণ অথবা আংশিক স্কলারশিপ এ পড়তে চান ?

 

প্রশ্ন-৬: পড়াশোনা শেষ করে বুলগেরিয়া_তে প্রাসঙ্গিক বিষয়ে স্থায়ী চাকুরী পাবার ক্ষেত্রে কত দিন সময় পাবেন ?

 

প্রশ্ন-৭: পড়াশোনা শেষ করে বুলগেরিয়া_তে স্থায়ী চাকুরী না পেলে স্থায়ীভাবে থাকার জন্য আপনার পরিকল্পনা কি হবে ?

 

প্রশ্ন-৮: পড়াশোনার পাশাপাশি অথবা শেষে (স্থায়ী হওয়ার আগে বা পরে) আপনার স্ত্রী ও সন্তান কিভাবে আপনার পাশে বুলগেরিয়া_তে আপনাকে সঙ্গ দিবে এবং তাদের খণ্ডকালীন/স্থায়ী চাকুরী ও বাচ্চার পড়াশোনার খরচ কেমন হতে পারে ? 

 

প্রশ্ন-৯: প্রতিবছর ও আগামী ৫ বছরে বুলগেরিয়া_তে কোন কোন ফিল্ড এ কতগুলা পদ স্থায়ী চাকুরীর ক্ষেত্রে উপযুক্ত বলে আপনি মনে করেন এবং কেন ?

 

প্রশ্ন-১০: বর্তমানে যারা বুলগেরিয়া_তে কয়েক বছর যাবৎ ছাত্র/চাকুরীরত অবস্থায় আছেন তারা কেমন আছেন এবং আপনাকে তাদের অবস্থান সম্পর্কে কি প্রকৃত ধারণা পাচ্ছেন ?

 

যে কোনো তথ্য যদি না জানা থাকে তাহলে হোয়াটস্যাপ+৮৮ ০১৯-৬৭-৬৩-৬৭-৬৭ নম্বরে আপনার যে কোনো ধরণের প্রশ্ন আমাদের কে লিখে অথবা ভয়েস দিয়ে জানান।  আমাদের প্রতিনিধি অবশ্যই তার নির্দিষ্ট সময়ে সিরিয়েল অনুযায়ী সম্পূর্ণ ফ্রি পরামর্শ প্রদান করবে। 

………………………………………………………………………………………………………………..

নিজে নিজে ভর্তি ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৫টি ধাপ মানতে হবে।

 

প্রথম ধাপ :

আপনাকে প্রথমেই লেভেল, সেশন ও প্রোগ্রাম শনাক্ত করতে হবে।

 

লেভেল:

বুলগেরিয়া তে সাধারণত ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্, পিএইচডি, পোস্ট-ডক্টরেট করা যায়।

 

সেশন:

বুলগেরিয়া তে  সাধারণত ২টা সেশন : 

  • uncheckedফল সেমিস্টার
  • uncheckedস্প্রিং সেমিস্টার

প্রত্যেকটা সেশন এর এপ্লিকেশন ডেডলাইন থাকে যা আপনাকে ইউনিভার্সিটি এর ওয়েবসাইট থেকে চেক করতে হবে।

 

প্রোগ্রাম:

  • আমাদের ওয়েবসাইট এর হোম পেজ এ স্টাডি সার্চ করার অপসন রয়েছে যা আপনাকে সরাসরি প্রত্যেকটা ইউনিভার্সিটি এর প্রকৃত লিংক এ পৌঁছে দিবে একদম সঠিক তথ্যের জন্য। 

 

কোর্স:

MBBS+dental medicine/veterinary/Engineering/Business/tourism/Sociology/

philosophy/physics/English/chemistry/ Biology / IR/ Political Science/ Religion/

 Forestry/ Geology/ Mining/ Economics Fine Arts/ Agriculture/ Public Health.  

 

ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় যোগ্যতা:

  • uncheckedব্যাচেলর(বুলগেরিয়ান) : এসএসসি+এইচএসসি+বুলগেরিয়ান ল্যাংগুয়েজ প্রোগ্রাম(১বছর)+প্রিপারেশন ১ বছর 
  • uncheckedব্যাচেলর(ইংলিশ) : এসএসসি+এইচএসসি+IELTS :৫ 
  • uncheckedMBBS /DENTAL MEDICINE /PHARMACY : এন্ট্রান্স এক্সাম 
  • uncheckedমাস্টার:  এসএসসি+এইচএসসি+ব্যাচেলর+মিডিয়াম অফ ইন্সট্রাকশন/IELTS
  • uncheckedপিএইচডি : এসএসসি+এইচএসসি+ব্যাচেলর+মাস্টার+মিডিয়াম অফ ইন্সট্রাকশন/IELTS

দ্বিতীয় ধাপ :

  • uncheckedপ্রোগ্রাম, সেশন ও ইউনিভার্সিটি শনাক্ত করার পর ইউনিভার্সিটি এর এডমিশন পোর্টাল এ যথাযথভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।  
  • uncheckedএই পেজ এর একদম শেষে ইউনিভার্সিটি/কলেজ/ইনস্টিটিউট এর লিস্ট দেয়া হয়েছে।  
  • uncheckedএপ্লিকেশন ফী নিজের ডুয়াল কারেন্সী কার্ড এর মাধ্যমে পরিশোধ করা যায়।  এজন্য বাংলাদেশ এর যেকোনো ব্যাঙ্ক এ খোঁজ নিলে সঠিক তথ্য পাওয়া যায়।
  • unchecked ২/৩ টা ইউনিভার্সিটি তে আবেদন করা উত্তম। ইউনিভার্সিটি, যদি এডমিশন হয় তাহলে লেটার পাঠাবে যেটা ভিসা আবেদনের সময় প্রয়োজন পরবে।
  • unchecked এজন্য ইউনিভার্সিটি এর এডমিশন ডিপার্টমেন্ট ও ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটর এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর এর সাথে যোগাযোগ করলে তারা গাইড/তথ্য দিয়ে সহায়তা করেন।

 

আনুমানিক টিউশন ফিস: 

  • uncheckedব্যাচেলর: প্রতি বছর ২,000 থেকে ৮,০০০ ইউরো
    • uncheckedMBBS= 4000-7700 euro/year (6y)--in english 
    • uncheckedDental: 4000-7700 euro/y (3 year+2 year+1 y practice)....bulgarian language
    • uncheckedNursing: bulgarian language   
    • uncheckedMidarfary: bulgarian language. 
    • uncheckedPharmacy: 4000 - 7700 euro per year- in English 
    • uncheckedVaterinary : 4000- 7700 euro/year(6y) in English 
  • uncheckedমাস্টার: প্রতি বছর ২,000 থেকে ৮,০০০ ইউরো
  • uncheckedপিএইচডি: প্রোগ্রামের উপর নির্ভর করে। কিছু প্রোগ্রামের কোন ফি নেই।

 

তৃতীয় ধাপ:

  • unchecked এডমিশন কনফার্মেশন আসার পর টিউশন ফী পাঠাতে হয় ব্যাঙ্ক এ স্টুডেন্ট ফাইল এর মাধ্যমে। 
  • uncheckedএক এক ব্যাঙ্ক_এ এক এক রকম চার্জ হয়ে থাকে।  ব্যাঙ্ক এর যেকোনো ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চ এ খোঁজ নিলে প্রকৃত তথ্য ও পরামর্শ পাওয়া যায়।
  • unchecked টিউশন ফী পাঠানোর আগে অবশ্যই কয়েকটি ব্যাঙ্ক এ ডলার/ইউরো রেট জেনে নিবেন এন্ড পাঠাতে কত ফী নেয় সেটা জেনে নিবেন। 
  • unchecked***টিউশন ফী রিফান্ড পলিসি তা ভালো ভাবে চেক করবেন। ***
  • unchecked ইউনিভার্সিটি, টিউশন ফী পাবার পর একটা কনফার্মেশন লেটার পাঠাবে যেটা ভিসা আবেদনের সময় প্রয়োজন পরবে। 
  • uncheckedতারপর হোস্টেল এর জন্য আবেদন করতে হবে ইউনিভার্সিটি এর সময়সূচির নির্দেশনা অনুযায়ী 

 

  • uncheckedইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা আবেদন করতে হবে। দিল্লী তে ভিএফএস এ এপয়েন্টমেন্ট নিয়ে সেই তারিখ অনুযায়ী সকল ডকুমেন্টস জমা দিতে হবে। 

 

 চতুর্থ ধাপ :

সকল ডকুমেন্টস : জমা দিতে হবে চেকলিস্ট অনুযায়ী। 

 

 

চেকলিস্ট:

 

  • unchecked*সকল পাসপোর্ট
  • unchecked*পিকচার সফ্ট কপি 
  • unchecked*নোটারি সহ ইংরেজিতে এনআইডি/বার্থ সার্টিফিকেট 
  • unchecked*২ জনের রেফারেন্স সহ সিভি (সর্বশেষ নিয়োগকর্তা -1 এবং বিশ্ববিদ্যালয় অধ্যাপক -1)
  • uncheckedসিভি (বর্তমান ঠিকানা + দুটি ফোন নম্বর) 
  • unchecked*সার্টিফিকেট : প্রয়োজন/ইন্সট্রাকশন অনুযায়ী 
  • uncheckedএসএসসি+ এইচএসসি +ব্যাচেলর + মাস্টার + মিডিয়াম অফ ইন্সট্রাকশন (MOI )
  • uncheckedIELTS/PTE/ others সার্টিফিকেট (প্রয়োজন মতো)
  • unchecked এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট(পিডিএফে)
  • uncheckedযে কোনও প্রকাশনা / গবেষণামূলক / থিসিস
  • uncheckedকাজের অভিজ্ঞতা শংসাপত্র + NOC + পে স্লিপ (3 মাস)
  • uncheckedব্লক একাউন্ট এ পেমেন্ট কনফার্মেশন স্লিপ 
  • unchecked*হাউসিং কন্ট্রাক্ট (ইউনিভার্সিটি/ অনলাইন সাইট)
  • unchecked*স্পনসর ডিটেইলস: 
  • স্পনসর লেটার
  • ব্যাংক সলভেন্সি (প্রয়োজন মতো) 
  • ব্যাংকের স্টেটমেন্ট ৬ মাস, 
  • ইংরেজিতে স্বীকৃতি (সর্বশেষ বছর) সহ ট্যাক্স রিটার্ন, 
  • সম্পদ মূল্যায়ন
  • স্পনসর যদি ব্যবসায়িক ব্যক্তি হয়: ইংরেজিতে ব্যবসায়িক লাইসেন্স এবং নোটারি + ভিজিটিং কার্ড
  • যদি স্পনসর জব করে: সেলারি সার্টিফিকেট + NOC + 3 মাস বেতন স্লিপ + অবসর সার্টিফিকেট + ভিজিটিং কার্ড
  • unchecked*নোটারি সহ ইংরেজিতে আবেদনকারীর (ইউনিয়ন পরিশোধ / সিটি কর্পোরেশন থেকে) ফ্যামিলি সার্টিফিকেট।
  • unchecked*মেডিকেল সার্টিফিকেট (এম্বেসী ইন্সট্রাকশন অনুযায়ী)
  • unchecked*ইন্সুরেন্স (প্রয়োজন ও এম্বেসী ইন্সট্রাকশন অনুযায়ী )
  • unchecked*কভার লেটার/ এসওপি (চ্যাটজিপিটি /অন্যান্য ব্যবহার না করাই উত্তম)
  • unchecked*ট্রিপ প্ল্যান 
  • unchecked*এয়ার টিকেট বুকিং
  • unchecked*ম্যারেজ সার্টিফিকেট এবং ইংরেজিতে নিকাহনামা এবং নোটারি (প্রযোজ্য ক্ষেত্রে)

 

ভিসা ফী :  

১০০ ইউরো  

পঞ্চম ধাপ : 

  • uncheckedধৈর্য ধরতে হবে এবং রেফারেন্স ছাড়া কোনো প্রকার তথ্যের উপর বিশ্বাস করা যাবে না।
  • uncheckedআনুমানিক ৩০দিনের মধ্যে ভিসা সিদ্ধান্ত চলে আসে ।

 

ষষ্ঠ ধাপ:

  • unchecked ভিসা হওয়ার পর এয়ার-টিকেট কাটতে হবে। ‘STUDENTUNIVERSE.COM’ এ যাদের বয়স ২৪ এর নিচে তারা স্টুডেন্ট প্রাইস এ কম মূল্যে এয়ার-টিকেট কাটতে পারবেন। 
  • uncheckedইউনিভার্সিটির স্টুডেন্ট ID একটিভ করে নিবেন। 
  • uncheckedহোস্টেল এর রুম এর চাবি হাউসিং অফিস থেকে নিতে হয়। তাই এড্রেস এন্ড অফিস টাইম জেনে নিবেন যাতে করে ফ্লাইট থেকে নেমে ডাইরেক্ট সেখানে গিয়ে চাবি নিতে পারেন।

বিশ্ববিদ্যালয়  তালিকা

University Name

University Link

Agricultural University – Plovdiv 

http://www.au-plovdiv.bg/en/

American University in Bulgaria 

http://www.aubg.edu/

Bulgarian Virtual University 

http://www.bvu-bg.eu/

Burgas Free University 

http://www.bfu.bg/

D. A. Tsenov Academy of Economics – Svishtov 

https://www.uni-svishtov.bg/?ver=EN 

European Polytechnical University

http://epu.bg/

Higher School of Insurance and Finance 

http://www.vuzf.bg/

Lyuben Karavelov" Civil Engineering University

http://www.vsu.bg/conference/2013/en/

Medical University – Pleven 

http://www.mu-pleven.bg/index.php?lang=en

Medical University – Plovdiv 

http://www.meduniversity-plovdiv.bg/en/

Medical University – Varna 

http://mu-varna.bg/EN

National Academy for Theatre and Film Arts 

http://www.natfiz.bg/

National Academy of Arts

http://www.nha.bg/

National Sports Academy

http://www.nsa.bg/

New Bulgarian University

http://www.nbu.bg/entrance.php?lang=1

Nikola Vaptsarov Naval Academy

http://www.naval-acad.bg/ 

Plovdiv University

http://www.uni-plovdiv.bg/ 

Ruse University

http://www.uni-ruse.bg/ 

 

Sofia Medical University

http://www.uni-sofia.bg/

South-West University "Neofit Rilski

http://www.swu.bg/

Technical University of Gabrovo 

http://www.tugab.bg/

Technical University of Sofia

http://www.tu-sofia.bg/

Technical University of Sofia 

http://www.tu-plovdiv.bg/en/ 

Technical University of Varna

http://www.tu-varna.bg/

Trakia University - Stara Zagora

http://www.uni-sz.bg/

University of Architecture, Civil Engineering and Geodesy

http://uacg.bg/

University of Economics Varna

http://www.ue-varna.bg/ 

University of Food Technology 

http://scienwork.uft-plovdiv.bg/en/)

University of Forestry, Sofia

http://www.ltu.bg/

University of Mining and Geology 

http://www.mgu.bg/index_en.html

University of National and World Economy

http://www.unwe.bg/en

University of Shumen "Episkop Konstantin Preslavski

http://shu-bg.net/?lang=de

University "Prof. Asen Zlatarov" – Burgas 

http://www.btu.bg/index.php/en/

Varna Free University

http://www.vfu.bg/

Veliko Tarnovo University

http://www.uni-vt.bg/ 

 

Last Updated on 15th April 2024