/* imge Right Click Off */

আমাদের অফিস ও কাস্টমার সার্ভিস সরকারি ছুটির দিন (শনিবার ছাড়া) ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। নির্দিষ্ট সময় ব্যাতিত কোনো প্রকার পরামর্শ ও সার্ভিস প্রদান করা হয় না। যেকোনো পরামর্শের জন্য অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিস ভিজিট করুন।

‘বাংলাদেশ থেকে চেক প্রজাতন্ত্র_তে উচ্চশিক্ষা’ 

আপনি কি বিশ্বাস নাকি সত্যের পথে আছেন?

…………………………………………………………………………………………………………….

বাংলাদেশ থেকে নিজে নিজে কিভাবে চেক প্রজাতন্ত্র_তে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হবেন এবং সকল আবেদন প্রক্রিয়া সম্পাদন করবেন?

……………………………………………………………………………………………………………..

 

‘মনে রাখবেন, এটা একটি সাধারণ গাইড। আপনার নির্বাচিত প্রতিষ্ঠান এবং পাঠ্যক্রমের যে কোনো তথ্য যে কোনো সময় প্রকৃত কর্তৃপক্ষ দ্বারা পরিবর্তন/পরিবর্ধন হতে পারে। তাই সবসময় সঠিক এবং নতুন তথ্যের জন্য প্রকৃত কর্তৃপক্ষের ওয়েবসাইট এবং বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি যোগাযোগের কোনো বিকল্প নাই।’ 

 

……………………………………………………………………………………………………………

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

 

ভারতে চেক প্রজাতন্ত্রের দূতাবাস: https://www.mzv.cz/newdelhi/en/bilateral_relation/India/index.html

ঠিকানা: ৫০-ম, নীতি মার্গ, চাণক্যপুরী, ১১০ ০২১ নতুন দিল্লি, ভারত।

টেলিফোন: +৯১-১১-২৪১৫ ৫২০০

 

 অ্যাপয়েন্টমেন্টের জন্য: +৯১-১১-২৪১৫৫২৭৬ 

https://www.mzv.cz/newdelhi/en/ko/visa_information/long_term_visa_long_term_residence/phone_booking_of_appointments_for.html

 

 ইমেল: visa_newdelhi@mzv.cz (৩ মাসের বেশি সময়ের জন্য ভিসা টাইপ ডি জমা দেওয়ার জন্য স্লট পাওয়ার অনুরোধ)

……………………………………………………………………………………………………………..

 

১০ টি প্রশ্নের উত্তর আপনাকে 'আপনার বিচরণ-ক্ষেত্র' আপনাকেই শনাক্ত করতে সাহায্য করবে।

 

প্রশ্ন-১: আপনি কেন চেক প্রজাতন্ত্র_তে যাবেন তা আপনাকে সঠিক ভাবে জানতে হবে। বন্ধু-বান্ধব, প্রতিবেশী, আত্মীয়রা সবাই যাচ্ছে তাই আপনিও যাচ্ছেন তা কোনো সময়েই যুক্তিযুক্ত নয়।

প্রশ্ন-২: চেক প্রজাতন্ত্র_তে বাংলাদেশিরা অনেকেই অনেক অভিবাসন প্রক্রিয়াতে রয়েছেন। তারা অনেকেই যেমন সফল তেমনি ব্যর্থ হয়ে আবার নিজ অথবা ভিন্ন দেশে কাউকে না কাউকে যেতে হয়েছে।

প্রশ্ন-৩: আপনাকে প্রথমেই ভাবতে হবে আপনি চেক প্রজাতন্ত্র_তে শুধু পড়তে যাবেন নাকি পড়া শেষ করার পর সেখানে চাকুরী করবেন এবং স্থায়ীভাবে বসবাস করবেন ?

প্রশ্ন-৪: আপনি কি পড়াশোনার পাশাপাশি চেক প্রজাতন্ত্র_তে খণ্ডকালীন চাকুরী করে আপনার টিউশন ফী এবং থাকা-খাওয়া এর খরচ মিটাবেন নাকি শুধুমাত্র বাসা থেকে সম্পূর্ণ খরচ নিয়ে শুধু পড়াশোনাতেই নিজেকে নিয়োজিত রাখবেন ? 

প্রশ্ন-৫: আপনি কি চেক প্রজাতন্ত্র_তে সম্পূর্ণ অথবা আংশিক স্কলারশিপ এ পড়তে চান ?

প্রশ্ন-৬: পড়াশোনা শেষ করে চেক প্রজাতন্ত্র_তে প্রাসঙ্গিক বিষয়ে স্থায়ী চাকুরী পাবার ক্ষেত্রে কত দিন সময় পাবেন ?

প্রশ্ন-৭: পড়াশোনা শেষ করে স্থায়ী চাকুরী না পেলে চেক প্রজাতন্ত্র_তে স্থায়ীভাবে থাকার জন্য আপনার পরিকল্পনা কি হবে ?

প্রশ্ন-৮: চেক প্রজাতন্ত্র_তে পড়াশোনার পাশাপাশি অথবা শেষে (স্থায়ী হওয়ার আগে বা পরে) আপনার স্ত্রী ও সন্তান কিভাবে আপনার পাশে চেক প্রজাতন্ত্র_তে আপনাকে সঙ্গ দিবে এবং তাদের খণ্ডকালীন/স্থায়ী চাকুরী ও বাচ্চার পড়াশোনার খরচ কেমন হতে পারে ? 

প্রশ্ন-৯: প্রতিবছর ও আগামী ৫ বছরে চেক প্রজাতন্ত্র_তে কোন কোন ফিল্ড এ কতগুলা পদ স্থায়ী চাকুরীর ক্ষেত্রে উপযুক্ত বলে আপনি মনে করেন এবং কেন ?

প্রশ্ন-১০: বর্তমানে যারা চেক প্রজাতন্ত্র_তে কয়েক বছর যাবৎ ছাত্র/চাকুরীরত অবস্থায় আছেন তারা কেমন আছেন এবং আপনাকে তাদের অবস্থান সম্পর্কে কি প্রকৃত ধারণা পাচ্ছেন ?

 

যে কোনো তথ্য যদি না জানা থাকে তাহলে হোয়াটস্যাপ+৮৮ ০১৯-৬৭-৬৩-৬৭-৬৭ নম্বরে আপনার যে কোনো ধরণের প্রশ্ন আমাদের কে লিখে অথবা ভয়েস দিয়ে জানান।  আমাদের প্রতিনিধি অবশ্যই তার নির্দিষ্ট সময়ে সিরিয়েল অনুযায়ী সম্পূর্ণ ফ্রি পরামর্শ প্রদান করবে। 

………………………………………………………………………………………………………………..

 

নিজে নিজে ভর্তি ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৫টি ধাপ মানতে হবে। 

 

প্রথম ধাপ :

 

আপনাকে প্রথমেই লেভেল, সেশন ও প্রোগ্রাম শনাক্ত করতে হবে। 

 

লেভেল:

চেক প্রজাতন্ত্র_তে সাধারণত ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্, পিএইচডি করা যায়। 

 

সেশন:

চেক প্রজাতন্ত্র_তে  সাধারণত ১টা সেশন থাকে : অক্টোবর 

আবেদনের সময়কাল: ফেব্রুয়ারি থেকে জুন।


 

প্রোগ্রাম:

আমাদের ওয়েবসাইট এর হোম পেজ এ স্টাডি সার্চ করার অপসন রয়েছে যা আপনাকে সরাসরি প্রত্যেকটা ইউনিভার্সিটি এর প্রকৃত লিংক এ পৌঁছে দিবে একদম সঠিক তথ্যের জন্য।

 

এই পেজ এর একদম শেষে ইউনিভার্সিটি/কলেজ/ইনস্টিটিউট এর লিস্ট দেয়া হয়েছে।  এছাড়া  চেক প্রজাতন্ত্র_তে প্রভিন্স অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানের লিস্ট উইকিপেডিয়া তে পেয়ে যাবেন। 

 

ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় যোগ্যতা:

    ব্যাচেলর: এস এসসি +এইচ এস সি +১ বছর ইউনিভার্সিটি+আইএল্টস-৫.৫ (প্রতি ব্যান্ড এ ৫)+অনলাইন ইন্টারভিউ 

 

    মাস্টার :   এস এস সি +এইচ এস সি+ ব্যাচেলর+ MOI/আইএল্টস-৫.৫ (প্রতি ব্যান্ড এ ৫)+অনলাইন ইন্টারভিউ 

 

    পিএইচডি: এস এস সি +এইচ এস সি+ ব্যাচেলর+ মাস্টার+MOI/আইএল্টস-.৫.৫ (প্রতি ব্যান্ড এ ৫)+অনলাইন ইন্টারভিউ 

 

দ্বিতীয় ধাপ :

 

  • এপ্লিকেশন ফী নিজের ডুয়াল কারেন্সী কার্ড এর মাধ্যমে পরিশোধ করা যায়।  এজন্য বাংলাদেশ এর যেকোনো ব্যাঙ্ক এ খোঁজ নিলে সঠিক তথ্য পাওয়া যায়। 
  • ২/৩ টা ইউনিভার্সিটি তে আবেদন করা উত্তম। ইউনিভার্সিটি, যদি এডমিশন হয় তাহলে লেটার পাঠাবে যেটা ভিসা আবেদনের সময় প্রয়োজন পরবে। 
  • এজন্য ইউনিভার্সিটি এর এডমিশন ডিপার্টমেন্ট ও ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটর এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর এর সাথে যোগাযোগ করলে তারা গাইড/তথ্য দিয়ে সহায়তা করেন। 

 

আনুমানিক টিউশন ফিস:

  • ব্যাচেলর: প্রতি বছর 0 থেকে ৬০০০ ইউরো
  • মাস্টার: প্রতি বছর 0 থেকে ২০০০০ ইউরো
  • পিএইচডি: প্রতি বছর 0 থেকে ৫০০০ ইউরো। কিছু ইনস্টিটিউটে ফান্ডিং সুবিধা আছে।


 

তৃতীয় ধাপ:

  • এডমিশন কনফার্মেশন আসার পর টিউশন ফি পাঠাতে হয়। টিউশন পাঠানোর আগে অবশ্যই রিফান্ড পলিসি ভালোভাবে জেনে নিতে হবে। 
  • হোস্টেল এর জন্য ইউনিভার্সিটি এর ইন্সট্রাকশন্স অনুযায়ী আবেদন করতে হবে।

 

চতুর্থ ধাপ :

  • uncheckedভিসা আবেদনের আগে  ইন্ডিয়া তে অবস্থিত ভিএফএস এ সুপার লিগালাইজেশন করতে হবে। 
  • uncheckedতারপর চেকলিস্ট অনুযায়ী ডকুমেন্টস জমা দিতে হবে। 

 

চেকলিস্ট:   

  • unchecked*সকল পাসপোর্ট
  • unchecked*পিকচার সফ্ট কপি
  • unchecked*নোটারি সহ ইংরেজিতে এনআইডি/বার্থ সার্টিফিকেট
  • unchecked*২ জনের রেফারেন্স সহ সিভি (সর্বশেষ নিয়োগকর্তা -1 এবং বিশ্ববিদ্যালয় অধ্যাপক -1)
  • uncheckedসিভি (বর্তমান ঠিকানা + দুটি ফোন নম্বর)
  • unchecked*সার্টিফিকেট : প্রয়োজন/ইন্সট্রাকশন অনুযায়ী
    • unchecked     এসএসসি+ এইচএসসি +ব্যাচেলর + মাস্টার + মিডিয়াম অফ ইন্সট্রাকশন (MOI )
    • unchecked     IELTS/PTE/ others সার্টিফিকেট (প্রয়োজন মতো)
    • unchecked      এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট(পিডিএফে)
    • unchecked     যে কোনও প্রকাশনা / গবেষণামূলক / থিসিস
    • unchecked     কাজের অভিজ্ঞতা শংসাপত্র + NOC + পে স্লিপ (3 মাস)
  • unchecked *রসিদ এবং ফটোকপি সহ কমপক্ষে ২৫০০ ইউরোর পাসপোর্টের অনুমোদন
  • unchecked*এডমিশন কনফার্মেশন লেটার+স্টাডি প্ল্যান
  • unchecked* ব্লক একাউন্ট কনফার্মেশন লেটার
  • unchecked*হাউসিং কন্ট্রাক্ট (ইউনিভার্সিটি/ওদের অনলাইন সাইট)
  • unchecked*স্পনসর ডিটেইলস:
    • unchecked     স্পনসর লেটার
    • unchecked     ব্যাংক সলভেন্সি (প্রয়োজন মতো)
    • unchecked     ব্যাংকের স্টেটমেন্ট ৬ মাস,
    • unchecked     ইংরেজিতে স্বীকৃতি (সর্বশেষ বছর) সহ ট্যাক্স রিটার্ন,
    • unchecked     সম্পদ মূল্যায়ন
    • unchecked     স্পনসর যদি ব্যবসায়িক ব্যক্তি হয়: ইংরেজিতে ব্যবসায়িক লাইসেন্স এবং নোটারি + ভিজিটিং কার্ড
    • unchecked     যদি স্পনসর জব করে: সেলারি সার্টিফিকেট + NOC + ৩ মাস বেতন স্লিপ + অবসর সার্টিফিকেট + ভিজিটিং কার্ড
  • unchecked*নোটারি সহ ইংরেজিতে আবেদনকারীর (ইউনিয়ন পরিশোধ / সিটি কর্পোরেশন থেকে) ফ্যামিলি সার্টিফিকেট।
  • unchecked*মেডিকেল সার্টিফিকেট (এম্বেসী ইন্সট্রাকশন অনুযায়ী)
  • unchecked*ইন্সুরেন্স (প্রয়োজন ও এম্বেসী ইন্সট্রাকশন অনুযায়ী )
  • unchecked*কভার লেটার/ এসওপি (চ্যাটজিপিটি /অন্যান্য ব্যবহার না করাই উত্তম)
  • unchecked*ট্রিপ প্ল্যান
  • unchecked*এয়ার টিকেট বুকিং
  • unchecked*ম্যারেজ সার্টিফিকেট এবং ইংরেজিতে নিকাহনামা এবং নোটারি (প্রযোজ্য ক্ষেত্রে)

 

ভিসা ফী: 

৭৮০০ রুপি  

 

পঞ্চম ধাপ :

ধৈর্য ধরতে হবে এবং রেফারেন্স ছাড়া কোনো প্রকার তথ্যের উপর বিশ্বাস করা যাবে না।

 

ভিসা প্রসেসিং সময়:

আনুমানিক ৩০-৬০  দিনের মধ্যে ভিসা সিদ্ধান্ত চলে আসে। 

 

ষষ্ঠ ধাপ:

  • uncheckedভিসা হওয়ার পর এয়ার-টিকেট কাটতে হবে। ‘STUDENTUNIVERSE.COM’ এ যাদের বয়স ২৪ এর নিচে তারা স্টুডেন্ট প্রাইস এ কম মূল্যে এয়ার-টিকেট কাটতে পারবেন।
  • uncheckedইউনিভার্সিটির স্টুডেন্ট ID একটিভ করে নিবেন।
  • uncheckedহোস্টেল এর রুম এর চাবি হাউসিং অফিস থেকে নিতে হয়। তাই এড্রেস এন্ড অফিস টাইম জেনে নিবেন যাতে করে ফ্লাইট থেকে নেমে ডাইরেক্ট সেখানে গিয়ে চাবি নিতে পারেন। 

বিশ্ববিদ্যালয়, কলেজ, ইনস্টিটিউটের তালিকা
বিশ্ববিদ্যালয়:

University Name

University Link

Charles University in Prague 

http://www.cuni.cz/UKENG-1.html

Palacký University, Olomouc

http://www.upol.cz/en/

Czech Technical University in Prague

https://www.cvut.cz/en

Technical University of Ostrava

http://www.vsb.cz/en/

Brno University of Technology

http://www.vutbr.cz/en

Czech University of Life Sciences Prague

http://www.czu.cz/en/

Masaryk University

http://www.muni.cz/

Mendel University in Brno

http://www.mendelu.cz/en?lang=en

University of Economics, Prague

http://www.vse.cz/english/

University of Pardubice

http://www.upce.cz/en/index.html 

University of West Bohemia

http://www.zcu.cz/en/

University of South Bohemia in ČeskéBudějovice

http://www.jcu.cz/

University of Ostrava 

http://www.osu.eu/ 

Jan Evangelista Purkyně University in Ústínad Labem (UJEP)

http://en.ujep.cz/

Silesian University in Opava

http://www.slu.cz/

Technical University of Liberec

http://www.tul.cz/en/

University of Hradec Králové 

http://www.uhk.cz/

Tomas Bata University in Zlín (TBU)

http://web.utb.cz/?lang=en

University of Veterinary and Pharmaceutical Sciences, Brno

http://www.vfu.cz/

Technical University of Ostrava

http://www.vsb.cz/en/

University of Economics, Prague 

http://www.vse.cz/english/

University of Chemistry and Technology 

http://www.vscht.cz/?jazyk=en

University of New York in Prague

http://www.unyp.cz/

Škoda Auto University

http://www.savs.cz/

Jan Amos Komensky University

www.ujak.cz/english

Anglo-American University 

http://www.aauni.edu/

University of Finance and Administration

http://www.vsfs.cz/

 

ইনস্টিটিউট:

Institute Name

Institute Link

Academy of Arts, Architecture and Design in Prague

http://www.vsup.cz/

Institute of Technology and Business

www.vstecb.cz/en/

Architectural Institute in Prague

http://www.archip.eu//

Akademie STING

http://www.sting.cz/

Academia Rerum Civilium

https://www.vspsv.cz/

Brno International Business School

http://www.bibs.cz/

 

 

Last Updated on 20th April 2024