/* imge Right Click Off */
………………………………………………………………………………………………..........................
বাংলাদেশ থেকে নিজে নিজে কিভাবে নিউজিল্যান্ড এ ট্যুরিস্ট ভিসার আবেদন প্রক্রিয়া সম্পাদন করবেন ?
………………………………………………………………………………………………………..............
‘মনে রাখবেন, এটা একটি সাধারণ গাইড। আপনার নির্বাচিত প্রতিষ্ঠান এবং পাঠ্যক্রমের যে কোনো তথ্য যে কোনো সময় প্রকৃত কর্তৃপক্ষ দ্বারা পরিবর্তন/পরিবর্ধন হতে পারে। তাই সবসময় সঠিক এবং নতুন তথ্যের জন্য প্রকৃত কর্তৃপক্ষের ওয়েবসাইট এ সরাসরি যোগাযোগের কোনো বিকল্প নাই।’
………………………………………………………………………………………………………..............
প্রকৃতপক্ষে একজন বাংলাদেশী নাগরিক পরিবার/বন্ধুবান্ধব সহ বা ছাড়া পর্যটনের জন্য যে কোনো সময় নিজের প্রয়োজন অনুযায়ী নিউজিল্যান্ড ভ্রমণ করতে আগ্রহী হতে পারেন। সেক্ষেত্রে নিউজিল্যান্ড ইমিগ্রেশন এর নিয়ম অনুযায়ী তাকে ভিসা এর জন্য আবেদন করতে হবে। যথাযথ ফী পরিশোধ করতে হবে। নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে।
আমরা এই পেজ এ আমাদের পূর্বের অভিজ্ঞতার আলোকে আমাদের পরামর্শ প্রদান করলাম। আমাদের এই পেজ পরিদর্শন শেষ করে প্রকৃত নিউজিল্যান্ড ইমিগ্রেশন ওয়েবসাইট টি ভ্রমণ করুন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা মোতাবেক পদক্ষেপ গ্রহণ করুন।
বাংলাদেশ থেকে ইন্ডিয়া না গিয়ে পাসপোর্ট এ ভিসা সীল লাগিয়ে পাসপোর্ট কুরিয়ার এর মাধ্যমে আনতে আমরা সহযোগিতা করি।
বর্তমানে নিউজিল্যান্ড সাধারণত আবেদনকারীর প্রয়োজন বিবেচনা করে সর্বোচ্চ ৯ মাস পর্যন্ত ট্যুরিস্ট ভিসা দিয়ে থাকে।
গুরুত্বপূর্ণ লিংকস :
নিউজিল্যান্ড হাই কমিশন, ভারত:
https://www.mfat.govt.nz/en/countries-and-regions/south-asia/india/new-zealand-high-commission
ঠিকানা: স্যার এডমন্ড হিলারি মার্গ, চাণক্যপুরী ১১০০২১, নিউ দিল্লি
টেলিফোন: +৯১ ১১ ৪৬৮ ৮৩১৭০।
ইমেল: nzhcindia@mfat.net
আনুমানিক খরচ :
ভিসা ফী: NZD $২১১ (১৩ মে ২০২৪ )
অন্যান্য ফী যুক্ত হবে।
*ফি যেকোনো সময় পরিবর্তন হতে পারে।
*প্রকৃত ভিসা ফী জানার জন্য ভিজিট করুন https://www.immigration.govt.nz/new-zealand-visas/visas/visa/visitor-visa#:~:text=People%20travelling%20on%20a%20passport,for%20up%20to%203%20months
চেকলিস্ট: (ট্যুরিস্ট):
চেকলিস্ট ভালো করে পড়ুন এবং সব ডকুমেন্টস প্রকৃত কর্তৃপক্ষের মাধ্যমে সংগ্রহ করুন।
*সমস্ত পাসপোর্ট
*ছবি (সফট কপি): ভিসা গাইডলাইন অনুযায়ী
*নোটারি সহ ইংরেজিতে এনআইডি/বার্থ সার্টিফিকেট
*পরিবারের অন্য কোনো সদস্য আবেদন করতে চাইলে তাদের পাসপোর্ট/এনআইডি/জন্ম সনদ *স্ত্রী+বাচ্চাদের +পিতামাতার+ভাই+বোন দের এনআইডি/জন্ম সনদ(আবেদন ফর্ম পূরণ করতে প্রয়োজন পরে )
*ফ্যামিলি সার্টিফিকেট (ইংরেজিতে নোটারি সহ কাউন্সেলর/পৌরসভা/ইউনিয়ন পরিষদ থেকে)
*ইংরেজিতে ম্যারেজ সার্টিফিকেট এবং নিকাহনামা (নোটারিসহ)
*ইংরেজিতে (3 বছর) দিয়ে ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট & একনোলিজমেন্ট স্লিপ
*ব্যাংক সলভেন্সি 5 লক্ষ এবং ব্যাংকের স্টেটমেন্ট ৬ মাস (একই তারিখে)
*অ্যাসেট ভালুয়েশন
*ব্যবসায়িক ব্যক্তির ক্ষেত্রে: ইংরেজিতে ব্যবসার লাইসেন্স এবং নোটারি + ভিজিটিং কার্ড
*চাকুরীরত ব্যক্তির ক্ষেত্রে: স্যালারি সার্টিফিকেট+এনওসি+৩ মাসের বেতন স্লিপ +ভিজিটিং কার্ড
*স্পনসর(যদি থাকে): পাসপোর্ট+রেসিডেন্স কার্ড(উভয় পাস)+হেলথ কার্ড+হাউজিং কন্ট্রাক্ট/কারেন্ট/ওয়াটার বিল +ফোন নম্বর +ইমেইল+রিলেশনশিপ সার্টিফিকেট
**এছাড়া কভার লেটার, ট্রিপ প্ল্যান, এয়ার-টিকেট বুকিং, হোটেল বুকিং প্রয়োজন মতো যোক্তিক ভাবে সাজাতে হবে।
যে কোনো তথ্য যদি না জানা থাকে তাহলে হোয়াটস্যাপ+৮৮ ০১৯-৬৭-৬৩-৬৭-৬৭ নম্বরে আপনার যে কোনো ধরণের প্রশ্ন আমাদের কে লিখে অথবা ভয়েস দিয়ে জানান। আমাদের প্রতিনিধি অবশ্যই তার নির্দিষ্ট সময়ে সিরিয়েল অনুযায়ী সম্পূর্ণ ফ্রি পরামর্শ প্রদান করবে।